দ্বিতীয় মহাযুদ্ধে লাখ লাখ ইহুদিকে হত্যা করেছিল হিটলারের নাজি বাহিনী। মানবসভ্যতার জন্য যা ছিল এক কলঙ্কিত অধ্যায়। দুনিয়ার শান্তিপ্রিয় সব মানুষের সহানুভূতির লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল ইহুদিরা। মানবসভ্যতার উন্মেষ ঘটানোর পেছনে যে ধর্মীয় সম্প্রদায়ের অবদান সবচেয়ে বেশি, তাদের নিধনযজ্ঞের বিরুদ্ধে গড়ে উঠেছিল জগৎবাসীর ঐক্য। যা দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানির নেতৃত্বাধীন পৈশাচিক শক্তির পরাজয় নিশ্চিত করে। গণহত্যা ও নির্যাতন-নিপীড়ন কত ভয়াবহ, তা ইহুদিদের চেয়ে আর কোনো জাতির বেশি জানা নয়। আশা করা হয়েছিল, দ্বিতীয় মহাযুদ্ধের তিক্ত অভিজ্ঞতা শান্তিপ্রিয় ইহুদি জাতির মানবিক বিকাশে অবদান রাখবে। তারা দ্বিতীয় মহাযুদ্ধোত্তর বিশ্বে শান্তি ও মানবিকতার প্রতিভূ হিসেবে নিজেদের গড়ে তুলবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, জগৎবাসীর সে প্রত্যাশার প্রতি একাত্ম হতে পারেনি ইহুদিবাদীরা। ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনিদের জাতিগত নিধনযজ্ঞে তারা যে অপভূমিকা রাখছে, তাতে তাদের নব্য নাৎসি বললেও কম বলা হবে। বলা যায়, শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব শান্তির জন্যও সাক্ষাৎ হুমকি হয়ে দাঁড়িয়েছে ইহুদিবাদীরা। ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের নৃশংস হামলায় বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী জাতি ফিলিস্তিনিদের অস্তিত্ব বিপন্ন প্রায়। ১৭ মাস আগে ফিলিস্তিনের উগ্রবাদী সংগঠন হামাসের হামলায় ইসরায়েলের বিপুল ক্ষয়ক্ষতির পর হামাসবিরোধী অভিযানের নামে প্রকারান্তরে জাতিগত নিধনযজ্ঞ শুরু করে তেলআবিবের বর্বর শাসকরা। নবী মুসা (আ.) নয়, নিজেদের হিটলারের অনুসারী হিসেবেই যেন প্রমাণ করার চেষ্টা করছে তারা। গত ১৭ মাসে ইহুদিবাদীদের হাতে নিহত হয়েছে অন্তত ৪৯ হাজার ৬১৭ জন ফিলিস্তিনি। যাদের এক তৃতীয়াংশের বেশি শিশু। এ পর্যন্ত আহত হয়েছে ১ লাখ ১৩ হাজারের মতো। দুর্ভাগ্যজনক হলেও সত্য, প্রতিবেশী আরব দেশগুলোর আচরণে মনে হয় না তারা তাদের জাত ভাইয়ের ওপর হামলায় আদৌ মর্মাহত। সভ্যতার সোল এজেন্ট পশ্চিমা দুনিয়ার নির্বিকার ভূমিকা ইহুদিবাদীদেরই তোষণ করে চলছে। ফিলিস্তিনিদের অস্তিত্ব শুধু নয়, বিশ্ব শান্তির জন্য এই বর্বরতা রুখতে হবে মনুষ্য পরিচয়ধারী সবাইকে। গণহত্যাকারীদের প্রতি আমাদের ঘৃণা।
শিরোনাম
- ইটভাটার কালো ধোয়ায় কৃষকের স্বপ্ন পুড়ে ছাঁই
- লক্ষ্মীপুরে দখল-দূষণে বিপন্ন খাল ও নদী উদ্ধারে অভিযান
- ‘শ্রমিক-মালিকের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে’
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ভ্যাঙ্কুভারে বাঙালির মিলনমেলা, সংগীতে মাতোয়ারা প্রবাসীরা
- যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ
- মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার
- বিসিবি নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন ফারুক আহমেদ
- ২০২৪-এর বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টা
- আদানি চুক্তিতে ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক
- বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
- উচ্চতর গ্রেড পাবেন সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরা
- শেরপুর সীমান্তে লোকালয়ে হাতি, বাড়ছে মানুষ ও বন্যপ্রাণির দ্বন্দ্ব
- আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, এক ঠিকানায় মিলবে সব সেবা
গাজায় ধ্বংসযজ্ঞ
ইহুদিবাদীদের রুখতে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর