বিলম্বিত বিচার যে বিচারহীনতার নামান্তর-এ বিষয়ে আইনজীবী থেকে বিচারক, আদালতসংশ্লিষ্ট কারও দ্বিমত নেই। কিন্তু বিলম্বিত বিচার গাঙ্গেয় বদ্বীপ বাংলাদেশের মানুষের নিয়তির লিখন হয়ে দাঁড়িয়েছে। একাত্তর, এমনকি চব্বিশের পর বিচারে গতি আনার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে প্রতিফলন নেই। বরং জুলাই গণ অভ্যুত্থানের পর মামলাজট বৃদ্ধি পেয়েছে, একদল মতলববাজ মামলাকে ‘ব্যবসা’ হিসেবে গ্রহণ করার কারণে। ঘটনার ধারেকাছে না থাকা সত্ত্বেও ব্ল্যাকমেলিংয়ের মাধ্যমে অর্থ আদায়ের লক্ষ্যে দায়ের করা হচ্ছে একের পর এক মামলা। আইনজীবীদের কেউ কেউ এটিকে ব্যবসা হিসেবে বেছে নিয়েছেন, এটিও একটি ওপেন সিক্রেট। সরকারও এসব অতি উৎসাহীদের কাছে অসহায় হয়ে পড়ছে। গত সাড়ে ১০ মাসে মামলা তো কমেনি বরং চলতি বছরের প্রথম তিন মাসেই জটের খাতায় নতুন করে যুক্ত হয়েছে ৫৪ হাজার মামলা। সব মিলিয়ে দেশে এখন বিচারাধীন মামলার সংখ্যা ৪৫ লাখ ৭১ হাজার ১৬৮টি। গত বছর এ সংখ্যা ছিল ৪৫ লাখ ১৭ হাজার ২০১। নিষ্পত্তির তুলনায় মামলা দায়েরের সংখ্যা বেশি হওয়ায় জট বেড়েই চলেছে। পাশাপাশি মামলার তুলনায় বিচারকের সংখ্যা কম থাকায় নিষ্পত্তিতে গতি আসছে না। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনে মামলাজট নিরসনে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে। এসব সুপারিশ বাস্তবায়িত হলে জট কমতে পারে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সুপ্রিম কোর্টের বিবরণী শাখার চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী এ সময়ের মধ্যে দেশে নতুন করে মামলা দায়ের হয়েছে ৪ লাখ ১২ হাজার ৮৬০টি। একই সময়ে প্রাপ্ত ও পুনর্জীবিত মামলার সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৮৮২। অন্যদিকে প্রথম তিন মাসে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ৭৯৮টি। সোজা কথায় মামলার স্তূপ কমার বদলে বেড়েছে প্রায় ৫৪ হাজার। মামলাজট কমাতে আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তির পথ খোলা রাখতে হবে। সামাজিকভাবে বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয় সরকারের যে ভূমিকা ছিল, তা আরও জোরদার করা জরুরি। পাশাপাশি ভুয়া মামলা থেকে নাগরিকদের সুরক্ষায় কী কী প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে ভাবতে হবে জরুরিভাবে।
শিরোনাম
- ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের মেয়েরা
- ‘খাদ্য নিরাপত্তার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে’
- তালাবদ্ধ থাকায় অফিসে প্রবেশ করতে পারেননি আটাব প্রশাসক
- বরিশালে এসএসসির পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ২৬
- বগুড়ায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত
- সিলেটে যুবদলকর্মী খুন
- কোরিয়ার বিপক্ষে হেরেও মূল পর্বের সম্ভাবনা জিইয়ে আছে বাংলাদেশের
- পুলিশ এখনো কাঠামোগতভাবে কাজ করছে না : নৌ উপদেষ্টা
- যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা: ২৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
- পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা
- দ্রুত পরীক্ষা ও ফল প্রকাশের দাবিতে বিভাগে তালা ইবি শিক্ষার্থীদের
- হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তিন মামলার সাক্ষ্যগ্রহণ শুরু সোমবার
- ঝিনাইদহে শিক্ষক নেতার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
- চোর সন্দেহে তিন যুবককে গণপিটুনি
- কুমিল্লায় আইনজীবী হত্যা: বাহার-সূচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট
- বগুড়ার কৃষকের মাঝে আশার আলো ছড়াচ্ছে সবুজ ধানের চারা
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্নীতি প্রশ্রয় দিতেন না : দুদক চেয়ারম্যান
- নিউটনের দুই গতিসূত্র ‘ভুল’ দাবি আফসার আলীর
- কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলায় অভিযোগ আমলে নিয়েছে ট্র্যাইব্যুনাল
- ১০ লাখ গাছ রোপনের ঘোষণা মেয়র শাহাদাতের
মামলাজট
প্রতিকারমূলক পদক্ষেপ নিন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

বিচার বিভাগের প্রতিষ্ঠানগত স্বাধীনতা একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা নয়: প্রধান বিচারপতি
৩৫ মিনিট আগে | জাতীয়

ডুয়েটের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন
১ ঘণ্টা আগে | দেশগ্রাম