ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণ আন্দোলনে অর্জিত নতুন বাংলাদেশ কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের একক অর্জন নয়। বরং তা বিগত দেড় দশকে আওয়ামী স্বৈরশাসন, লাগামহীন দুরাচার-দুর্নীতি, গুম-খুন-নির্যাতন, বিরোধী দল-মত দমনে নির্মমতা এবং সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে বৈষম্য ও জনবঞ্চনার প্রতিবাদে আপামর জনগণ পথে নেমে আসার ফসল। হাজারো শহীদ, অসংখ্য বিপ্লবীর পঙ্গুত্ব-অন্ধত্ববরণের চরম ত্যাগের বিনিময়ে পাওয়া মুক্তির সুবাতাস। এ অর্জন সবার। এমনই বক্তব্য রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার লন্ডনে এক সভায় তিনি বলেন, দেশের মানুষের জন্যই রাজনীতি। দেশের উন্নয়ন, জাতির কল্যাণই লক্ষ্য। এখন একটা পরিবর্তন এসেছে। সেই সুযোগটি কাজে লাগিয়ে দেশ ও জনগণকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর এই গভীর পর্যবেক্ষণ দায়িত্বশীল উপলব্ধি ও আহ্বান- নেতৃত্বে প্রজ্ঞা ও পরিণতির বার্তা বহন করে। গত বছরের বর্ষা-বিপ্লবে বাংলাদেশের মানুষের যে বিজয় হয়েছে, তা যুগান্তকারী, ঐতিহাসিক এবং জাতির উজ্জ্বল উত্তরণ। স্বৈরাচারের পতন ও পলায়নের দলিল রচিত হয়েছে। দেখতে দেখতে বছর পেরিয়ে গেছে। একবিংশ শতাব্দীর রজতজয়ন্তীর এ বছর, দেশে এখন ভোটের বাদ্য বাজছে। শুরু হয়েছে নির্বাচনি দামামা। রাজনৈতিক অঙ্গনসহ সচেতন মহলে স্বস্তির আবহ। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের সেরা, স্বচ্ছ, নিরপেক্ষ ও অবিতর্কিত হোক- এ প্রত্যাশা শুধু দেশের মানুষেরই নয়, বিশ্বে আমাদের সব বন্ধুপ্রতিম, শুভাকাক্সক্ষী দেশ এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থারও। সবার প্রত্যাশা নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে গণতন্ত্রে উত্তরণ ঘটাক। পর্যায়ক্রমে তারা বাস্তবায়ন করুক জাতীয় ঐক্যে ধারণ করা জুলাইর চেতনা। মানুষের এ আকাক্সক্ষা পূরণে নিশ্চয়ই অঙ্গীকারবদ্ধ হবে নতুন সরকার। আর তাতে সমর্থন, সহযোগিতা ও প্রয়োজনীয় অংশগ্রহণ থাকবে রাজনৈতিক নেতৃত্ব এবং সর্বসাধারণসহ সব অংশীজনের।
শিরোনাম
- ‘অ্যাপোলো ১৩’ মিশনের মহাকাশচারী জিম লাভেল আর নেই
- সেনায় গণতন্ত্রে উত্তরণ অপেক্ষায় নির্বাচন
- অস্থিরতায় ফ্ল্যাটের বাজার, রডের দাম নিম্নমুখী
- ইসরায়েলে অস্ত্র রফতানি বন্ধের সিদ্ধান্ত জার্মানির
- শনিবার থেকে ঢাকায় ভ্যাপসা গরম বাড়তে পারে
- কুমিল্লায় ফুটবল ম্যাচ শেষে ফেরার পথে ট্রাক খাদে, স্কুলছাত্র নিহত
- ফটিকছড়িতে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- কুমিল্লায় ফুল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
- কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত
- মৌসুম শুরুর আগেই বড় ধাক্কা চেলসি শিবিরে
- জাবির ১৭ হলে ছাত্রদলের কমিটি অনুমোদন
- কাশিমপুর কারাগার থেকে ৩ ফাঁসির আসামির পালানোর চেষ্টা, মামলা
- চবিতে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, আহত ২ শিক্ষার্থী
- গ্রহণযোগ্য-নিরপেক্ষ নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে পুলিশ : ডিএমপি কমিশনার
- জননিরাপত্তা নিশ্চিতে নগরীকে আলোকিত করতে হবে: মেয়র শাহাদাত
- রাজধানীতে তিন ছিনতাইকারীকে হাতেনাতে আটক
- কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী কার্যক্রম চালাচ্ছেন হাসিনা : রিজভী
- রোনালদোর হ্যাটট্রিকে প্রীতি ম্যাচে বড় জয় আল নাসরের
- মেলবোর্নে প্রথমবারের মতো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান
- ফ্লোরিডায় সাড়ে চার হাজার রোগীকে সেবা দিয়ে গ্রেফতার ‘ভুয়া নার্স’