দেশে বেকারের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বেকারের সংখ্যা বেড়েছে ১ লাখ ৬০ হাজার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের হিসাবে দেশে বর্তমানে পুরুষ বেকার রয়েছেন ১৮ লাখ, যা ২০২৩ সালে ছিল ১৬ লাখ ৪০ হাজার। এ ছাড়া বর্তমানে মহিলা বেকারের সংখ্যা ৮ লাখ ২০ হাজার, যা ২০২৩ সালেও ছিল প্রায় অভিন্ন। যারা সাত দিনের মধ্যে এক ঘণ্টাও কোনো কাজ করেননি কিন্তু কাজ করার জন্য গত সাত দিন ও আগামী দুই সপ্তাহের জন্য প্রস্তুত ছিলেন এবং বিগত ৩০ দিনে মজুরি বা মুনাফার বিনিময়ে কোনো না কোনো কাজ খুঁজেছেন, তাদেরই বেকার জনগোষ্ঠী হিসেবে ধরা হয়েছে। বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে কর্মে নিয়োজিত বা শ্রমশক্তিতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। ফলে বেড়েছে বেকার মানুষের সংখ্যা। কৃষি, সেবা এবং শিল্প, সব খাতেই কমেছে কর্মে নিয়োজিত জনগোষ্ঠী। নারীর চেয়ে উল্লেখযোগ্য হারে পুরুষ বেকারের সংখ্যা বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী, দেশে বর্তমানে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে ৭ কোটি ১৭ লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে, ২০২৩ সালে যা ছিল ৭ কোটি ৩৪ লাখ ৫০ হাজার। ফলে কর্মক্ষম মানুষের সংখ্যা কমেছে ১৭ লাখ ২০ হাজার। বেকারের সংখ্যা বৃদ্ধির যে তথ্য দেওয়া হয়েছে, নিঃসন্দেহে তা উদ্বেগজনক। গত বছরের লম্বা সময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে উত্তাল ছিল দেশ। এর ফলে শিল্প-কলকারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। আন্দোলনকালে কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক শিল্পমালিক রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকায় আত্মগোপনে চলে গেছেন। কিন্তু গণ অভ্যুত্থানের ৯ মাস পরও দেশে কর্মসংস্থানের ক্ষেত্র বিস্তৃত না হওয়া দুর্ভাগ্যজনক। গণ অভ্যুত্থানের সুফল আমজনতার দ্বারে পৌঁছানোর লক্ষ্যে অর্থনীতির পরিচর্যা যেভাবে করা প্রয়োজন, সেদিকে সরকার এগোতে পারেনি। অর্থনীতিকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বিচার করতে গিয়ে লেজেগোবরে অবস্থা সৃষ্টি হয়েছে। বেকারত্বের হার কমাতে হলে সরকারকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে কোনো হেরফেরের সুযোগ নেই।
শিরোনাম
- নাটোরে বসুন্ধরা শুভসংঘের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
- যৌন হয়রানির অভিযোগে ইবি শিক্ষককে বরখাস্ত
- সংসদীয় গণতন্ত্রের মধ্য দিয়েই মৌলিক পরিবর্তন আনতে হবে: খায়ের ভূঁইয়া
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৩৬২২ মামলা
- ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে : তারেক রহমান
- পক্ষপাতিত্ব করলে নুরুল হুদার মতো পরিণতি ভোগ করতে হবে : জ্বালানি উপদেষ্টা
- রক্ত দিয়েও সাংবাদিকদের ঋণ পরিশোধ করতে পারবো না: দুলু
- চান্দিনা প্রেস ক্লাবের সভাপতি রণবীর, সম্পাদক মাসুদ
- যশোরে সাড়ে চার কোটি টাকার স্বর্ণসহ আটক ২
- মুক্তিযুদ্ধের সময়ও আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল : মঈন খান
- চার দশকের মধ্যে টেক্সাসে এমন ভয়াবহ বন্যা প্রথম
- ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬
- কালকিনিতে নিখোঁজের একদিন পর পাটক্ষেতে মিলল বৃদ্ধের মরদেহ
- ইউরোপে সর্বোচ্চ সংখ্যক শরণার্থী জার্মানিতে, ২৫ জনে একজন আশ্রয়প্রার্থী
- বাতিল হওয়া সৌর প্রকল্পগুলো পুনর্বিবেচনার আহ্বান বিদ্যুৎকেন্দ্র মালিকদের
- চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু
- সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না : অর্থ উপদেষ্টা
- আর কত জীবন দেবে এ দেশের মানুষ বলে আক্ষেপ নজরুল ইসলামের
- শিবগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে নারীর মৃত্যু
- ‘ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হলে চালের দাম নিয়ন্ত্রণে আসবে’