ফিলিস্তিনের গাজার ২০ লাখের বেশি মানুষ এ বছর কোরবানি দিতে পারেনি। পবিত্র ঈদুল আজহার খুশি তাদের জীবনে এ বছরও অধরা রয়ে গেছে। গত সোমবার ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৬০ ফিলিস্তিনি। আহত ব্যক্তির সংখ্যা ৩৮৮। এ নিয়ে গাজায় ইসরায়েলের ফিলিস্তিনি নিধনযজ্ঞে ৫৪ হাজার ৯২৭ ব্যক্তি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ১ লাখ ২৬ হাজার ২২৭ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত ব্যক্তিদের এ হিসাব তৈরি করেছে জায়েনবাদীদের হামলার শিকার ফিলিস্তিনিদের যেসব লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে তার ভিত্তিতে। অসংখ্য ধ্বংসস্তূপের নিচে আরও মানুষের লাশ পড়ে আছে বলে ধারণা করা হয়। স্মর্তব্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজার হামাস যোদ্ধারা। ওই হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়। এ ছাড়াও ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় তারা। হামাসের হামলার জবাব দেওয়ার নামে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। ১৫ মাসেরও বেশি টানা অভিযানের পর মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করে তেল আবিব। তবে দুই মাস না যেতেই ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে দেশটি। এ পর্যন্ত বেশ কয়েকবার সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। তবে ইসরায়েলের সাফ জবাব হামাসকে অকার্যকর এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত গাজায় অভিযান চলবে। ইসরায়েলে হামলা চালানোর জন্য শুধু গাজা নয়, ফিলিস্তিনের পশ্চিম তীরেও দলননীতি অব্যাহত রেখেছে তেল আবিব। ইসরায়েলে বেসামরিক নাগরিকদের ওপর হামাসের হামলা নিঃসন্দেহে নিন্দনীয়। তবে এ অজুহাতে গাজার সাধারণ ফিলিস্তিনিদের ওপর ১৫ মাস ধরে যে হামলা চলছে, তা আরও বেশি অগ্রহণযোগ্য। ইসরায়েলের মদতে তৈরি হামাসের বিরুদ্ধে যুদ্ধের নামে ফিলিস্তিনি হত্যাযজ্ঞ জায়েনবাদী বর্বরতাকে স্পষ্ট করেছে। এ পৈশাচিকতার অবসান হওয়া উচিত।
শিরোনাম
- আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- 'প্রিজন সেলে অবহেলায় আল্লামা সাঈদীর মৃত্যু হয়'
- নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে খাদ্য নিরাপত্তাহীনতা, কষ্ট বেড়েছে মানুষের
- লুট হওয়া ৪০ হাজার ঘনফুট পাথর সারুলিয়া থেকে উদ্ধার
- জামিনে কারামুক্ত শমী কায়সার
- ডিএমপির সব থানায় অনলাইন জিডি চালু
- ঢাবিতে ছাত্র রাজনীতির সমন্বিত রূপরেখা প্রণয়নে কমিটি গঠন
- জামিনে মুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
- ভারত, আওয়ামী লীগ, জামায়াত— দেশের মূল শত্রু: মুক্তিযোদ্ধা দল
- নতুন বিশেষ ভিসা চালু করছে চীন
- মুন্নী সাহা ও তার স্বামীর সম্পদ বিবরণী দাখিলের আদেশ দুদকের
- ঝিলমিল প্রকল্পে ১৫ গাড়ি চালকের নামে বরাদ্দকৃত প্লট বাতিল
- আগস্টের ১৩ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে
- কুয়েতে ভেজাল মদ পানে মৃত বেড়ে ১৩
- মনির হায়দারের নিয়োগের মেয়াদ ছয় মাস বাড়ল
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়ল ৫০ শতাংশ
- শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- নীল নদ থেকে ফোরাত : আরব বিশ্বের জন্য হুমকি নেতানিয়াহুর যে সম্প্রসারণবাদী স্বপ্ন
- বাইডেনের ছেলের বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলার হুমকি মেলেনিয়া ট্রাম্পের
- বিদ্যুৎ ও গ্যাস সংকট পোশাক খাতের বড় চ্যালেঞ্জ : বিজিএমইএ সভাপতি