শুক্রবার জাতিসংঘে অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস বলেন, তাঁর সরকারের লক্ষ্য- ক্ষমতার ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো গড়ে তোলা। যেখানে স্বৈরাচার সৃষ্টির সুযোগ থাকবে না। পরদিন স্বৈরাচার বিষয়ে আরও নিগূঢ় পর্যবেক্ষণজারিত আশঙ্কা প্রকাশ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লায় দলের এক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি মন্তব্য করেন, ভবিষ্যতে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। তার হাত থেকে রক্ষা পেতে অটুট ঐক্য চাই। স্বৈরাচার প্রতিহত করে দেশ গঠনে এর কোনো বিকল্প নেই। ড. ইউনূস সেদিন জাতিসংঘে আরও বলেছিলেন, দেশকে এমনভাবে বিনির্মাণ করতে হবে, যাতে ভবিষ্যতে নির্বাচিত কোনো নেতাও যেন রাষ্ট্রের গণতান্ত্রিক স্বরূপ ক্ষুণ্ন করতে না পারেন। দূরদর্শী মূল্যায়নে, এমন তাৎপর্যপূর্ণ বাক্যগুচ্ছই উচ্চারিত হলো তারেক রহমানের কণ্ঠেও। বললেন সেই চিরকালীন সত্য, ‘জনগণই সব ক্ষমতার উৎস। জনপ্রত্যাশা পূরণই হওয়া চাই মূল লক্ষ্য। সবার আগে, সবচেয়ে ওপরে দেশ। আর তার স্বাধীনতা, সার্বভৌমত্ব্, মানবিক মর্যাদা।’ নেতা-কর্মীদের নির্দেশনা দিলেন, জনগণের সঙ্গে থাকতে। গণ অভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর নতুন বাংলাদেশ সৃজনের সুযোগ সৃষ্টি হয়েছে। তাঁর ভাষায় ১৬ বছর ঘরে ডাকাত পড়েছিল, সে পালিয়েছে। এখন দেশটাকে আমাদেরই গড়ে তুলতে হবে। এ প্রসঙ্গে বিএনপি নেতা তাঁর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, উন্নয়নসহ বিভিন্ন অগ্রাধিকার পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরেন। যার ভিতর দিয়ে তাঁর প্রজ্ঞা ও পরিণত নেতৃত্বের বৈশিষ্ট্য প্রকাশ পায়। বস্তুত জাতি আর কোনো স্বৈরাচার মানবে না। বর্তমান জেন জি-ই আগামী প্রজন্ম। তারা সাদাচোখেই ভালোমন্দের ফারাক ধরতে পারে। স্বার্থে আঘাত লাগলে পথে নেমে এসে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে দ্বিধা করে না। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালে এরা প্রায় একই অপ্রতিরোধ্য শক্তি প্রদর্শন করেছে। তাদের আত্মত্যাগ যাতে ব্যর্থ না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে দলমতনির্বিশেষে সবাইকে।
শিরোনাম
- বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- গণভোটের ব্যালটে থাকছে যে প্রশ্ন
- ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত
- যাত্রাবাড়ীতে চুরির মিথ্যা অপবাদে কিশোরকে পিটিয়ে হত্যা
- ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন
- বগুড়ায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩
- নাশকতা প্রতিরোধে মাঠে সোনারগাঁ বিএনপি
- দিলারা জামানকে নিয়ে সাত পর্বের ধারাবাহিক
- উইন্ডিজকে সহজেই হারিয়ে সিরিজ নিউজিল্যান্ডের
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৬৮ মামলা
- সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪২ নেতাকর্মী গ্রেপ্তার
- নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস যশোরে আটক
- মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- আগুনে মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের : রিজভী
- পঞ্চদশ সংশোধনীর রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি
- মিরপুরে ককটেলসহ একজন গ্রেফতার
- চাপাইনবাবগঞ্জে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
- গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ
- পঞ্চদশ সংশোধনী : লিভ টু আপিলের দ্বিতীয় দিনের শুনানি চলছে
- শেখ হাসিনার রায়ের তারিখ ঘিরে আদালতপাড়ায় কড়া নিরাপত্তা