১. কার নেতৃত্বে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন ‘তমদ্দুন মজলিশ’ গঠিত হয়?
ক. ড.কাজী মোতাহার
খ. অধ্যাপক আবুল কাশেম
গ. জনাব আবুল মনসুর আহমদ ঘ. ড.মুহম্মদ শহীদুল্লাহ
২. ১৯৪৮ সালে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়-
i. ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য
ii. পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে অন্তর্ভুক্তির জন্য
iii. আরবি হরফে বাংলা লেখার প্রতিবাদ জানাতে।
ক. i ও ii খ. ii
খ. i ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও ঃ টেলিভিশনে লোকজ গানের অনুষ্ঠান হচ্ছিল। মিথিলা বেশ আগ্রহ নিয়ে অনুষ্ঠানটি দেখছিল। কিন্ত, তার ছোট ভাই মিঠুন কেবলই চ্যানেল পরিবর্তন করে ইংরেজি কার্টুন দেখতে চেষ্টা করছিল। মিঠুনের মতে এসব গানের স্রোতা হচ্ছে গ্রামের লোক। তার বোনের এসব গানপ্রীতি বেমানান লাগে। ৩. মিথিলা কোন আন্দোলনের চেতনায় অনুপ্রাণীত ?
ক. অসহযোগ আন্দোলন
খ. খিলাফত আন্দোলন
গ. ভাষা আন্দোলন
ঘ. স্বাধিকার আন্দোলন
৪. উক্ত চেতনায় অনুপ্রাণীত হয়ে মিথিলা হতে পারে-
i. দেশপ্রেমিক ii. জাতীয়তাবাদী iii. প্রতিবাদী
ক. i ও ii খ. ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৫. ১৯৫৪ সালের নির্বাচনে লক্ষণীয় হচ্ছে-
i. ব্যালট বিপ্লব ii. বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদ iii. বাঙালির বিচ্ছিন্ন সংগ্রাম
ক. i ও ii খ. ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৬. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কখন?
ক. ১৯৪৭ সালে খ. ১৯৪৮সালে গ. ১৯৪৯সালে ঘ. ১৯৫০সালে
৭. পুরো পাকিস্তানের শতকরা কতভাগ মানুষের মুখের ভাষা ছিল বাংলা-
ক. ৫৫% খ. ৫৬%
গ. ৫৭% ঘ. ৫৮%
৮. ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী কে ছিলেন?
ক. লিয়াকত আলী
খ. গোলাম আজাদ
গ. খাজা নাজিমুদ্দীন
ঘ. ফজলুল হক
৯. মুহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসেছিলেন কত তারিখে?
ক. ৭ মার্চ ১৯৪৮
খ. ১০ মার্চ ১৯৪৮
গ. ১৭ মার্চ ১৯৪৮
ঘ. ১৯ মার্চ ১৯৪৮
নিচের উদ্দীপকের আলোকে ১০ও ১১নং প্রশ্নের উত্তর দাও ঃ সিরিয়ার নির্বাচনে দেশের অপেক্ষাকৃত ছোট ছোট দল ঐক্যবদ্ধ হয়ে জোট গঠন করে ক্ষমতাসীন প্রভাবশালী দলের মোবাবিলা করে এবং জনগণ উক্ত জোটকে সমর্থন দেয়।
১০. অনুচ্ছেদটিতে স্বাধীনতার পূর্বে কোন জোট নির্বাচনের কথা মনে করিয়ে দেয় ?
ক. যুক্তফ্রন্ট নির্বাচন
খ. ১৯৪৭ এর নির্বাচন
গ. ১৯৫২ এর নির্বাচন
ঘ. ১৯৫৭ এর নির্বাচন
১১. উক্ত নির্বাচনের প্রধান লক্ষ্য ছিল-
i. অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ
ii. বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ iii. শোষণের বিরুদ্ধে প্রতিবাদ
ক. i ও ii খ. ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১২. ভাষা আন্দোলনের মধ্যে যে নামটি সামঞ্জস্যপূর্ণ-
i. সালাম ii. কাশিম iii. বরকত
ক. i ও ii খ. ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৩. মুসলিম লীগ সরকার পূর্ব বাংলার কিসের দিকে সামান্য দৃষ্টিপাত করত না-
ক. শিক্ষার খ. সংস্কৃতির
গ. প্রগতির ঘ. উন্নতির
১৪. ১৯৪৮ খ্রিষ্টাব্দের মে মাসে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ঢাকায় আলোচনায় বসেন কেন?
ক. সেবা করার জন্য
খ. সমঝোতা করার জন্য
গ. নতুন রাজনৈতিক দল গঠনের জন্য
ঘ. পরামর্শ করার জন্য
১৫। ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ববাংলার সবচেয়ে পুরাতন দল ?
ক. মুসলীম লীগ
খ. কৃষক-শ্রমিক পার্টি
গ. পাকিস্তান জাতীয় কংগ্রেস
ঘ. পিপলস পার্টি অব পাকিস্তান
১৬. পাকিস্তানি দুই অংশের মধ্যে মিল ছিল না-
i. ইতিহাস ii. ঐতিহ্য iii. ভাষা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৭. কোন দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে?
ক. ন্যাপ খ. কমিনিস্ট
গ. জাসদ ঘ. আওয়ামী লীগ
১৮. কিসের মাধ্যমে পূর্ববাংলার রাজনীতিতে ধর্মনিরপেক্ষতার ধারা সৃষ্টি হয়?
ক. ভাষা আন্দোলনের মাধ্যমে খ. ন্যায়বোধের মাধ্যমে
গ. ১৯৫৪ এর নির্বাচনের মাধ্যমে ঘ. ১৯৭০ এর নির্বাচনের মাধ্যমে
১৯. ফজলুল হকের সাক্ষাৎকার বিকৃত করে প্রকাশ করে কোনটি?
ক. এনা খ. নিউইয়র্ক টাইমস গ. রয়টার্স ঘ. বাসাস
২০. কারা যুক্তফ্রন্ট সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ করে?
ক. মুসলীম লীগ
খ. পাকিস্তান কংগ্রেস
গ. কৃষক-শ্রমিক পার্টি
ঘ. নেজামে ইসলাম
২১. ফজলুল হকের ক্ষেত্রে মুসলীম লীগের দেওয়া কোন ঘোষণাটি সমর্থনযোগ্য?
ক. রাষ্ট্রদ্রোহী খ. রাজাকার
গ. আলবদর ঘ. বেঈমান
২২. ১৪৪ ধারা অমান্য করার সিদ্ধান্তে অটুট থাকে-
i. আবদুল মতিন ii. অলি আহাদ iii. গোলাম মাহাবুব
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২৩. বাংলাদেশের ইতিহাসে এক অনন্য সাধারণ ঘটনা কোনটি?
ক. অসহযোগ আন্দোলন
খ. ভাষা আন্দোলন
গ. শিক্ষা আন্দোলন
ঘ. ফরায়েজী আন্দোলন
২৪. পূর্ব ও পশ্চিম পাকিস্তানকে এক করা হয়েছিল কিসের ভিত্তিতে?
ক. ভাষার ভিত্তিতে
খ. সংস্কৃতির ভিত্তিতে
গ. ধর্মের ভিত্তিতে
ঘ. ভূখন্ডের ভিত্তিতে
২৫. মুসলিম লীগের সংস্কারপন্থি নেতাদের দ্বারা সৃষ্ট দলটির নাম কী?
ক. আওয়ামী লীগ
খ. আজাদী লীগ
গ. আওয়ামী মুসলিম লীগ
ঘ. নেজামে ইসলাম
২৬. কার উক্তিকে কেন্দ্র করে ভাষা আন্দোলন নতুন মাত্রা ও সর্বাত্মক রূপ লাভ করে?
ক. খাজা নাজিমুদ্দীন
খ. মুহাম্মদ আলী জিন্নাহ
গ. আইয়ুব খান
ঘ. লিয়াকত আলী খান
২৭. বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক সূচনা কোনটি?
ক. একুশ দফা খ. ভাষা আন্দোলন গ. শিক্ষা আন্দোলন
ঘ. ছয় দফা আন্দোলন
২৮। বাংলার ইতিহাসে প্রথম সফল বিরোধী দল কোনটি ?
ক. আওয়ামী মুসলিম লীগ
খ. কংগ্রেস
গ. আওয়ামী লীগ
ঘ. কৃষক -প্রজা পার্টি
২৯. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে ?
ক. হামিদুর রহমান
খ. কামরুল হাসান
গ. মইনুল হোসেন
ঘ. শিব নারায়ণ চক্রবর্তী
৩০. একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন?
ক. সংবিধান খ. আদালত গ. মানুষের বিবেক ঘ. জাতীয় সংসদ
উত্তরমালা : ১. খ, ২. খ, ৩. গ, ৪. ঘ, ৫. ক, ৬. ক, ৭. খ, ৮. গ, ৯. ঘ, ১০. ক, ১১. ঘ, ১২. খ, ১৩. ঘ, ১৪. গ, ১৫. ক, ১৬. ঘ, ১৭. ঘ, ১৮. গ, ১৯. খ, ২০. ক, ২১. ক, ২২. ঘ, ২৩. খ, ২৪. গ, ২৫. গ, ২৬. ক, ২৭. খ, ২৮. ক, ২৯. ক, ৩০. ক