গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সামিউল মিয়া (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বেলা ১১টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ মন্দুয়ার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সামিউল ওই গ্রামের লেবু মিয়ার ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানান, সামিউল বাড়ির উঠানে জ্যাঠাতো বোনের সঙ্গে খেলছিল। হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। অবশেষে বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বনগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা।
বিডি প্রতিদিন/আশিক