দেশের সংগীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র আঁখি আলমগীর। শৈশব থেকে শুরু করে আজ অবধি তার কণ্ঠে মুগ্ধ হয়েছে অসংখ্য শ্রোতা। গানের পরিমিত রুচি, আধুনিকতা আর আবেগে ভরা উপস্থাপনায় তিনি হয়ে উঠেছেন প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ের কাছের শিল্পী। শুধু কণ্ঠশিল্পী হিসেবেই নয়, একজন পরিপূর্ণ পারফর্মার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেও তার অবস্থান এখন বেশ দৃঢ়। তিনি বাংলাদেশের একমাত্র কণ্ঠশিল্পী, যিনি অভিনয় ও গানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। মাত্র আট বছর বয়সে আমজাদ হোসেন পরিচালিত ‘ভাত দে’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পরবর্তীতে গায়িকা হিসেবে এম এ আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে প্লেব্যাক করে আবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। আঁখি আলমগীরের কণ্ঠস্বর শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে। বর্তমানে দেশে-বিদেশে স্টেজ শো ও কনসার্টে নিয়মিত অংশ নিচ্ছেন। তিনি বেলজিয়াম, প্যারিস, ভেনিস, লন্ডন, ভারত, মাস্কট, নেপাল ও হংকংসহ বিভিন্ন দেশে নিয়মিত স্টেজ শোতে পারফর্ম করছেন। পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের পথ দেখাতেও নিরলস কাজ করছেন। এ দৃষ্টান্তমূলক অর্জন তাঁকে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি অনন্য অবস্থানে প্রতিষ্ঠিত করেছে। তাঁর বাবা কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা আলমগীর। বিনোদন জগতের পরিবর্তনশীল ধারা এবং নতুন প্রজন্মের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আঁখি আলমগীর সব সময় নিজেকে নবীনভাবে উপস্থাপন করে চলেছেন। মিউজিক ভিডিও থেকে শুরু করে স্টেজ পারফরম্যান্স-সব জায়গায় রয়েছে তাঁর সমান উপস্থিতি। আধুনিক পোশাক ও কোরিওগ্রাফিতে সাজানো তাঁর গানের ভিডিওগুলো জনপ্রিয়তা পেয়েছে ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রায় তিন দশকের সংগীতজীবনে জনপ্রিয়তা পেয়েছেন লাখো শ্রোতার কাছে। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে ক্যারিয়ারে যেমন পরিপক্বতা এসেছে, তেমনি অনেকের মনে প্রশ্ন, আঁখি আলমগীরের বয়স কি তবে থেমে গেছে? সেই প্রশ্নের উত্তর দিয়ে তিনি বলেন, ‘মানুষ যাকে ভালোবাসে, তার সবকিছুই ভালো লাগে। আর যাকে অপছন্দ করে তার ভালো দিকটাও চোখে পড়ে না। আমার মনে হয়, আপনারা আমাকে একটু বেশিই ভালোবাসেন। সেই ভালোবাসার ফলে আমার বয়স যে বাড়ছে সেটা হয়তো আপনাদের চোখে ধরা পড়ে না। অথবা আপনারা যে দোকান থেকে চশমা নেন, তারা আপনাদের সঠিক পাওয়ারের চশমা দেয় না! তাই ঠিক করে দেখতে পান না। আসলে বয়স বাড়ছেই, তবে ভালোবাসা যেহেতু রয়ে গেছে অটুট, তাই আমিও চিরসবুজ হয়ে আছি।’ বর্তমানে চলচ্চিত্রের গানে কম দেখা যায় আঁখি আলমগীরকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ প্রশ্নের উত্তর একজন শিল্পীর পক্ষ থেকে দেওয়া কঠিন। এখন খুব বেশি সিনেমা তো হয় না, তার মধ্যে যে কটি হয়, তাও নির্দিষ্ট কয়েকজনের সঙ্গে কানেকটেড শিল্পীদের দিয়েই কাজ করানো হয়। এতে দোষের কিছু নেই। তাই যারা যাদের সঙ্গে কানেকটেড, তারাই সুযোগ পায়।’ তিনি আরও যোগ করেন, ‘আমি আজ পর্যন্ত কাউকে ফোন করে কাজ চাইনি। ৩০ বছর আগে করিনি, এখনো করব না। আমার ব্যস্ততাও কমেনি, বরং মনে হয় আরও বেড়েছে। কারণ গানের বাইরেও এখন অনেক কিছু এক্সপ্লোর করার ইচ্ছা আছে। সারা জীবন গানের পেছনেই সময় দিয়ে ফেলেছি। এখন নিজের জন্য একটু সময় চাই, ঘুরতে চাই, দেখতে চাই। তাই গানে কিছুটা বিরতি আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এখন আমার পাখনা মেলে ওড়ার সময়।’
শিরোনাম
- পাথরঘাটায় জলবায়ু সহনশীল ও নারীবান্ধব সাইক্লোন শেল্টারের দাবিতে স্মারকলিপি
- দেবরের ছুরিকাঘাতে প্রাণ গেলো ভাবির
- সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫
- নেত্রকোনায় সীমান্তে ভারতীয় মদসহ অটোভ্যান জব্দ
- বোয়ালমারীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন
- জুলাই শহীদদের প্রকৃত সম্মান হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়া : পরিবেশ উপদেষ্টা
- লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
- নাটোরে অভিযানে ধ্বংস অবৈধ চায়না জাল
- সিরাজগঞ্জে পৃথক স্থানে দুই যুবকের মরদেহ উদ্ধার
- হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পাশে অবৈধ বালুর ডিপো, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
- বাঁধ মেরামতে গিয়ে নিজের বসত ঘর হারালেন দুই ভাই
- জুনে ১৩৬ কোটি টাকার চোরাচালান জব্দ বিজিবির
- রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৩৫
- জুলাই শহীদদের কেন জাতীয় বীর ঘোষণা নয়, হাইকোর্টের রুল
- আনন্দ মোহন কলেজে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শতাধিক গাছের চারা রোপণ
- বিএনপির প্রতি জনসমর্থন ক্ষুন্ন করতে ষড়যন্ত্র করছে দুই একটি দল : রিজভী
- কুমিল্লায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
- লালমনিরহাটে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
- মাদরাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক কারাগারে
- তাকসিম খানের অনুসারীরা ওয়াসার হাইব্রিড বিএনপি : সিবিএ সভাপতি