ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায়। এজন্য দলটি সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে রাজধানীর পল্লবীর বাউনিয়াবাধ এলাকায় সার্বজনীন শ্রী শ্রী রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় আমিনুল হক বলেন, “পতিত স্বৈরাচার গত ১৭ বছরে অসাম্প্রদায়িকতার নামে সাম্প্রদায়িকতাকেই বেশি প্রাধান্য দিয়েছে। হিন্দু সম্প্রদায়ের ওপর বিভিন্ন সময় নির্যাতন-নিপীড়ন চালিয়ে পরে তা বিএনপির ঘাড়ে চাপানো হয়েছে। এটাই করেছে তারা গত ১৭ বছর ধরে।”
তিনি আরও বলেন, “বিএনপি একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। আমরা যারা মুসলমান, এবং আপনারা যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ—সবাইকে নিয়েই আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।”
“আমরা চাই একটি স্বপ্নের বাংলাদেশ—একটি মানবিক, সমৃদ্ধ ও সুন্দর সমাজ। বিএনপির একজন প্রতিনিধি হিসেবে আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। আমি আপনাদেরই সন্তান, ভাই ও বন্ধু। আমি পল্লবী-রূপনগর কেন্দ্রিক ঢাকা-১৬ আসনের একজন প্রতিনিধি হিসেবে আপনাদের সঙ্গে থেকেই কাজ করতে চাই।”
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হক আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। বিএনপি জনগণের দল এবং জনগণের সহযোগিতায়ই এগিয়ে যেতে চায়।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সার্বজনীন শ্রী শ্রী রাম মন্দির নির্মাণ কমিটির সভাপতি রাইচরণ রবিদাস, সাধারণ সম্পাদক রনীল চন্দ্র দাস, কোষাধ্যক্ষ সুজন রবিদাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, মহানগর উত্তর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল, পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ গাজী, আনিছুর রহমান, মোতালেব হোসেন হাওলাদার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চান, পল্লবী থানা ছাত্রদলের সভাপতি জুয়েল খন্দকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ ইসলাম নীরব, সহ-সভাপতি মো. নাছির প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক