এ দেশে নানা ধরনের নৃত্যচর্চা হলেও প্রথম থেকেই শিল্পটি এখনো বিভিন্ন সংকটে আবর্তিত। এ শিল্পের রয়েছে পৃষ্ঠপোষকতার অভাব। নৃত্যচর্চার প্রচার-প্রসার বাড়লেও এখনো নৃত্যশিল্পীদের নেই যথাযথ মূল্যায়ন। যোগ্য নৃত্যশিল্পীরা তাদের কাজের স্বীকৃতিও পাচ্ছেন কম। তাই নৃত্যশিল্পীরা চান তাদের কাজের যথাযথ স্বীকৃতি ও মূল্যায়ন। এ বিষয়ে কিছু গুণী নৃত্যশিল্পীর সঙ্গে কথা বলেছেন- পান্থ আফজাল
শিবলী মহম্মদ
দেশের জন্য নৃত্যশিল্পীদের অনেক অবদান রয়েছে। কিন্তু বিভিন্ন সময় নৃত্যশিল্পীদের যথাযথ মূল্যায়ন করা হয় না। আমাদের আসলে রিসার্চের অভাব, কে যোগ্য আর কে অযোগ্য! যারা নাচ ছাড়া কিছুই ভাবেনি সারা জীবন, নাচকে করেছে জনপ্রিয়-তাদেরকে কেন যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না! নৃত্যশিল্পীরা তো সব সময়ই অবহেলিত। জীবিত অবস্থায় স্বীকৃতি না পেয়ে মরণোত্তর পেয়ে কী লাভ একজন নৃত্যশিল্পীর! অন্যদিকে এ দেশের মিডিয়া প্রকৃত শিল্পীদের কভারেজ কম দেয়, অগ্রাধিকার কম দেওয়া হয়। চ্যানেলে অনেক কাজ হয়, শিল্পী তৈরি হয়, কোরিওগ্রাফার আছে অনেক, কিন্তু রিয়েল শিল্পীকে প্রায়োরিটি কতজন দেয়? টিভি মিডিয়া সব নন-ড্যান্সারকে নিয়ে কাজ করছে। সেখানে প্রকৃত নৃত্যশিল্পীরা উপেক্ষিত কেন? এসব ঠিক না হলে নৃত্যের প্রসার ব্যাহত হবেই।
শামীম আরা নীপা
আমাদের তো সব সময়ই নাচের ব্যাপক কাজ হয়। আর দেশকে রিপ্রেজেন্ট করতে ড্যান্স একটা বড় ফ্যাক্টর। নাচ, গান ও যন্ত্র-এ তিনটি দেশকে রিপ্রেজেন্ট করে। যে কোনো ইভেন্টই নাচ ছাড়া হয় না। কিন্তু এ শিল্পের কি যথাযথ মূল্যায়ন হচ্ছে? ভাবলেই অসহায় লাগে। অবদানের অনেক ব্যাপকতা আছে। নৃত্যশিল্পী হিসেবে নয়; দেশের কর্মী হিসেবে দেশ যদি কোনোভাবে উপকৃত হয়, সেটাকে মূল্যায়ন করতেই হবে। যোগ্য ব্যক্তিই যেন মূল্যায়ন পান, সেটাই তো চাওয়া। আর কেউ যদি জীবদ্দশায় তার কাজের মূল্যায়ন না পায়, মরণের পরে স্বীকৃতি অর্থহীন। যারা সত্যিকার অর্থে কাজ করছেন তাদের খুঁজে বের করা দরকার। অন্যদিকে প্রাইভেট চ্যানেলগুলো এ নৃত্যশিল্প বিকাশে নজর কম দিচ্ছে। যারা প্রকৃত নৃত্যশিল্পী বা যারা শুদ্ধ নৃত্যচর্চা করেন- চ্যানেলগুলো তাদের ব্যাপারে খুবই উদাসীন। আমার কাছে খুবই দুঃখ লাগে, রিয়েল ড্যান্সাররা যখন নন-ড্যান্সারদের পেছনে কোনো নাচের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে। এটা কি মেনে নেওয়া যায়?
ওয়ার্দা রিহাব
যথাযথ মূল্যায়ন তো কখনোই হয়নি, এখনো হচ্ছে না। আসলে কি সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে নৃত্যশিল্পীদের তেমন কোনো অবদান নেই? বিভিন্ন সময় নৃত্যশিল্পীরা একনাগারে নৃত্যচর্চা, নৃত্য শো করে গেছেন। আমাদের তো অনেক যোগ্য ব্যক্তি রয়েছেন এ সেক্টরে। তাদের কেন মূল্যায়ন করা হচ্ছে না? সেটা প্রশ্নাতীত।
আনিসুল ইসলাম হিরু
মূল্যায়ন কোথায় হচ্ছে? নৃত্যশিল্পীদের প্রপার মূল্যায়ন হচ্ছে না বিভিন্ন কারণে। সরকারি পৃষ্ঠপোষকতা কম, টিভি চ্যানেল আর করপোরেট স্থানে নন-ড্যান্সারদের দিয়ে উৎসবভিত্তিক নাচ, ইভেন্ট হচ্ছে যা ভীষণ মানহীন। পুরোটাই বাণিজ্যিক চিন্তাভাবনা থেকে হচ্ছে। সেখানে মেইনস্ট্রিমের কেউ নেই। তাই নৃত্য মাধ্যমে একটা অস্থিরতা বিরাজ করছে। ফিউশন, কনটেম্পোরারি নাচের নামে যা হচ্ছে তা মেনে নেওয়ার মতো নয়! আর স্বীকৃতি তো তেমন করে নেই। কেমন করে নৃত্যশিল্পকে মূল্যায়ন করা যায়, সেটা নিয়ে কেউ ভাবে না। বাইরে কিন্তু নাচকেই প্রাধান্য দেওয়া হয়। দেশে একেবারেই নেই। নতুন শিল্পীরা উৎসাহ পাবে কীভাবে?
লুবনা মারিয়ম
পাওয়া বা না পাওয়া নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। মূল্যায়ন না হওয়াকে আমি উপেক্ষিত মনেও করি না। আর নাচের ব্যাপারে এখনো কেউ লুবনা মারিয়মকে অতিক্রম করতে পারেনি। আমি মনে করি, আমি কতটুকু গুরুত্ব পেলাম কি পেলাম না, তা নিয়ে ভাবি না। বিশ্বের সবাই তো আমাদের চেনে, সেটাই বড় পাওয়া, বড় স্বীকৃতি। যে অঙ্গনে আমার স্বীকৃতির প্রয়োজন সেটা অনেক পেয়েছি।
লায়লা হাসান
দেশে নৃত্যশিল্প আগের চেয়ে অনেক এগিয়েছে। কিন্তু এখনো প্রতিবন্ধকতা রয়েছে। বড় সমস্যা পৃষ্ঠপোষকতার অভাব। তেমন করে নৃত্যশিল্পীরা পাচ্ছেন না স্বীকৃতি। এদিকে আমাদের জন্য কোনো নিজস্ব মিলনায়তন ও মহড়া কক্ষ নেই। শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন থাকলেও সেটি আসলে নৃত্য প্রদর্শনীর উপযোগী নয়। সব ক্ষেত্রেই নৃত্যশিল্পীরা অবমূল্যায়িত হচ্ছে। এটা দুঃখজনক।
মুনমুন আহমেদ
কিছু আছে সিরিয়াস ড্যান্সার, বেঁচে থাকার তাগিদে কাজ করছে, শুদ্ধ নৃত্যচর্চা করছে। আর কিছু আছে সস্তা ড্যান্সার বা নন-ড্যান্সার। আমরা জাতিগতভাবে নৈতিক নই। কোনো নিয়মের ঠিক নেই, কী কনটেম্পোরারি, কী ফিউশন-কিছুই তেমন করে বোঝা যায় না। এটা আমাদের নৃত্যশিল্পের জন্য ক্ষতি হচ্ছে। চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানে সস্তা, সহজ শিল্পীদের ব্যবহার করছে। চ্যানেলের উচিত যারা নৃত্যশিল্পকে ধারণ করে, শুদ্ধ নৃত্যচর্চা বা সাধনা করে তাদের অগ্রাধিকার দেওয়া, পৃষ্ঠপোষকতা করা। নৃত্যশিল্প বিকাশে আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। যদিও আমাদের নাচের তেমন করে মূল্যায়ন নেই। স্বীকৃতি তেমন করে নেই। নৃত্যশিল্পীরা সব ক্ষেত্রেই অবহেলিত।
মিনু হক
মূল্যায়ন না করলে কী করার আছে! হাটে-ঘাটে তো সব সময় ঠিকই শিল্পীদের নাচতে হয়। নাচ ছাড়া কি হয় কোনো অনুষ্ঠান? হয় না। তবে কেন যথাযথ মূল্যায়ন করছে নাম, এটা তো অন্যায়। এটা দুঃখজনক। যেমন একুশে পদক অনিয়মিতভাবেই চলছে। এটা অপমানজনক। এসব বিষয় নিয়ে আমাদের একতাবদ্ধ হতে হবে।