খুলনার খালিশপুরে ট্যাংকলরি মালিক সমিতির সাবেক সেক্রেটারি ফরহাদ হোসেনসহ তিনজনকে গুলি করে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকাল ৪টার দিকে কাশিপুর যমুনা ওয়েলের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অপর দুইজন হলেন- ফরহাদ হোসেনের প্রাইভেটকারের চালক মো. মনিরুল ইসলাম (৪৫) ও ম্যানেজার সোহেল রানা (৪০)। আগে থেকেই ওই স্থানে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তাদের গাড়ি আটকে দিয়ে গুলি করে।
খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গাড়ির চালক মো. মনিরুল ইসলাম জানান, যমুনা ওয়েলের সামনে একটি পিকআপ দিয়ে তাদের গাড়ি আটকে দেওয়া হয়। এরপর পিকআপ ও মোটরসাইকেলে থাকা বন্দুকধারীরা ফরহাদ হোসেনকে বহনকারী গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। তিনি গাড়ি ওই অবস্থায় পিছন দিকে চালিয়ে অন্য পথ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
ফরহাদ হোসেনের বাড়ি খালিশপুর পদ্মা গেট এলাকায়।
চিকিৎসকরা জানান, তিনজনের শরীরে শর্টগানের গুলি লেগেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আবুল বাশার মোহাম্মাদ আতিকুর রহমান বলেন, সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে ৫-৬টি গুলি করে। তাদের গাড়ির কাচ ভেদ করে ফরহাদ হোসেন, তার ড্রাইভার মো. মনিরুল ইসলাম এবং ম্যানেজার মো. সোহেল আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করছি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।
বিডি প্রতিদিন/জুনাইদ