রবিবার, ২৩ মে, ২০২১ ০০:০০ টা

এসএসসি পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মো. আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক

এসএসসি পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

১. কত তারিখে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয়?

ক. ১৪ জুন ১৯৪৭    

খ. ১৪ জুলাই ১৯৪৭

গ. ১৪ আগস্ট ১৯৪৭      

ঘ. ১৪ সেপ্টেম্বর ১৯৪৭

২. ‘তমদ্দুন মজলিস’ গঠিত হয় কী কারণে?

ক. ভাষার দাবি আদায়ের জন্য                    

খ. দেশের স্বাধীনতার জন্য

গ. বাঙালির পরিচয় তুলে ধরতে                   

ঘ. বাংলাদেশ নামকরণ করতে

৩. ‘আরেক ফালগুন’ উপন্যাসটির রচয়িতা কে?

ক. জহির রায়হান            

খ. আলাউদ্দীন আল আজাদ

গ. মুনীর চৌধুরী                         

ঘ. আব্দুল লতিফ

৪. ২১ দফা ছিল মূলত জনগণের-

ক. সংবিধান         খ. রায়

গ. স্বার্থরক্ষার সনদ        ঘ. কণ্ঠস্বর

৫. ১৪৪ ধারার যৌক্তিক বৈশিষ্ট্য হলো-

i. সভা-সমাবেশ নিষিদ্ধ

ii. মিছিল নিষিদ্ধ

iii. চলাচল নিষিদ্ধ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii            খ. ii ও iii

গ. i ও iii           ঘ. i, ii ও iii

৬. কে শহীদ মিনার উদ্বোধন করেন?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি            খ. এ কে ফজলুল হক

গ. শহীদ শফিউরের পিতা               

ঘ. শহীদ বরকতের পিতা

৭. পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের কর্মপরিধি ছিল-

i. প্রাদেশিক স্বায়ত্তশাসন

ii. জনগণের সার্বভৌমত্ব

iii. বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii            খ. ii ও iii

গ. i ও iii           ঘ. i, ii ও iii

৮. কখন ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি ঘোষিত হয়?

ক. ১৯৫৬ সালে      খ. ১৯৬৬ সালে

গ. ১৯৬৫ সালে      ঘ. ১৯৬৪ সালে

৯. তৎকালীন পাকিস্তান নৌবাহিনীতে বাঙালিদের অবস্থান ছিল-

i. উচ্চপদে ১৯% বাঙালি

ii. নিম্নপদে ৯% বাঙালি

iii. অফিসার পদে ৫% বাঙালি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii            খ. ii ও iii

গ. i ও iii           ঘ. i, ii ও iii

১০. ভাষা আন্দোলনের তাৎপর্য কোনটি?

ক. জাতীয়তাবাদের উন্মেষ            

খ. ভাষার দাবি প্রতিষ্ঠা

গ. সংগ্রামের মানসিকতা সৃষ্টি         

ঘ. অসাম্প্রদায়িক চেতনা গঠন

১১. ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে?

ক. ১৯৪৬ সালে                                       খ. ১৯৪৭ সালে

গ. ১৯৪৮ সালে                                       ঘ. ১৯৪৯ সালে

১২. ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কোনটি প্রকাশ করে?

ক. বাংলার স্বায়ত্তশাসন                             

খ. বাঙালির যোগ্যতা

গ. বাঙালির সাহসিকতা                             

ঘ. রাজনৈতিক ভিন্নতা

১৩. পাকিস্তানের মৌলিক গণতন্ত্রের প্রবর্তক কে?

ক. আইয়ুব খান    খ. ইস্কান্দার মির্জা

গ. ইয়াহিয়া খান   ঘ. মোনায়েম খান

১৪. যুক্তফ্রন্টের দলগুলো হলো-

i. আওয়ামী লীগ

ii. মুসলিম লীগ

iii. কৃষক-শ্রমিক পার্টি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii            খ. ii ও iii

গ. i ও iii           ঘ. i, ii ও iii

১৫। যেসব তথ্য ১৯৫৪ সালের ২১ দফার অন্তর্ভুক্ত ছিল-

i. রাষ্ট্রভাষা হিসেবে বাংলা

ii. নির্বাচন

iii. দুর্নীতির অবসান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii            খ. ii ও iii

গ. i ও iii           ঘ. i, ii ও iii

১৬. ‘বাংলা ভাষার দাবি আদায়ে সকলে একতাবদ্ধ’-এতে বাঙালির কোনটি প্রকাশ পায়?

ক. ঐক্যবদ্ধতা   

খ. জাতীয়তাবোধ

গ. অসাম্প্রদায়িকতা                    

ঘ. স্বাধীনতাবোধ

১৭. কত তারিখে ভারত-পাকিস্তান যুদ্ধ সংঘটিত হয়?

ক. ৬ আগস্ট ১৯৬৫ সালে                         

খ. ৬ সেপ্টেম্বর ১৯৬৫ সালে

গ. ৬ নভেম্বর ১৯৬৬ সালে                         

ঘ. ৬ ডিসেম্বর ১৯৬৬ সালে

১৮. পাকিস্তানের প্রতিরক্ষায় মোট অফিসারের শতকরা কতজন বাঙালি ছিল?

ক. ৫%  খ. ৮% গ. ১২%   ঘ. ১৫%

১৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ছয় দফা দেওয়ার কারণ-

i. বাংলার স্বায়ত্তশাসন

ii. ভাষার দাবি আদায়

iii. দুই অঙ্গরাজ্যের মধ্যে সমতা রক্ষা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii            খ. ii ও iii

গ. i ও iii           ঘ. i, ii ও iii

২০. যুক্তফ্রন্ট কত  দিন ক্ষমতায় ছিল?

ক. ৪৫ দিন                     খ. ৫৬ দিন

গ. ৬৫ দিন                     ঘ. ৭১ দিন

 

উত্তরমালা : ১. গ ২. ক ৩. ক ৪. গ ৫. ক ৬. গ ৭. ঘ ৮. খ ৯. ক ১০. ক ১১. খ ১২. ক ১৩. ক  ১৪. গ  ১৫. ঘ    ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. খ।

সর্বশেষ খবর