স্বপ্নজাল
মনপুরা ছবির আকাশছোঁয়া সাফল্যের কথা দর্শক এখনো ভোলেনি। এ ছবির নির্মাতা গিয়াসউদ্দীন সেলিম দীর্ঘদিন পর নতুন চলচ্চিত্র ‘স্বপ্নজাল’ নিয়ে আসছেন। সম্প্রতি ছবিটির ট্রেলার প্রকাশ হয়েছে। ছবির গল্পে এ দেশের মানুষের জীবনচিত্র নিখুঁতভাবে ফুটে উঠেছে। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। ট্রেলারে এ নায়িকার অভিনয় ও তাকে নিয়ে দর্শকের মনে নতুন করে আশার সঞ্চার করেছে। ছবিটি ফেব্রুয়ারি মাস নাগাদ মুক্তি পেতে পারে।
শনিবারের বিকেল
মোস্তফা সরয়ার ফারুকী এ বছর মুক্তি দেবেন চলচ্চিত্র ‘শনিবার বিকেল’। এ ছবিতে অভিনয় করবেন জাহিদ হাসান, তিশা, ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি। জাজ-ছবিয়াল, কলকাতার শ্যমসুন্দর দে এবং জার্মানির একটি প্রযোজনা সংস্থা ছবিটি নির্মাণ করছে।
জান্নাত
সাইমন-মাহি ‘জান্নাত’ ছবির মাধ্যমে হৃদয়ছোঁয়া প্রেমের গল্প নিয়ে আসছেন। এতে রয়েছে বেশ কিছু শ্রুতিমধুর গান। এসব গান দর্শকের মনে দাগ কাটবে বলে প্রত্যাশা নির্মাতা মানিকের।
বিজলি
চিত্রনায়িকা ববি ‘বিজলি’ ছবিটি নিয়ে প্রযোজনায় এলেন। ছবিতে নিজেই হাজির হবেন ‘বিজলি’ হয়ে। তাকে দেখা যাবে সুপারহিরোইন চরিত্রে। বিদ্যুতে যার বিশেষ ক্ষমতা থাকে। ছবিটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী।
আমি নেতা হব
ফেব্রুয়ারিতে মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘আমি নেতা হব’ ছবিটি। উত্তম আকাশ পরিচালিত এই ছবিতে শাকিবের বিপরীতে রয়েছেন বিদ্যা সিনহা মিম। ছবির গল্পে শাকিব খানকে রাজনীতির মাঠে দাপিয়ে বেড়াতে দেখা যাবে।
প্রেমের বাঁধন
‘প্রেমের তাজমহল’ দিয়ে দেশ মাতিয়েছিলেন রিয়াজ-শাবনূর। ২০০১ সালে মুক্তি পাওয়া ছবিটিতে অভিনয় করেছিলেন রিয়াজ-শাবনূর। আর নতুন করে ‘প্রেমের বাঁধন’ ছবিতে অভিনয় করছেন বাপ্পী ও মাহি। পরিচালক গাজী জাহাঙ্গীর।
ভালো থেক
জাকির হোসেন রাজুর ছবি ‘ভালো থেক’। আরিফিন শুভকে নিয়ে প্রেম, পরিবার, জীবনের টানাপড়েনের গল্পে নির্মিত এই ছবি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে এই প্রত্যাশা নির্মাতার। ‘ভালো থেক’ ছবিতে আরিফিন শুভর জুটি হয়েছেন তানহা তাসনিয়া।
পোড়ামন-২
২০১৩ সালে মুক্তি পাওয়া ‘পোড়ামন’ ছবিটির সিক্যুয়েল। নির্মাণ করছেন রায়হান রাফি। এতে নায়িকা থাকছেন পূজা চেরি। জাজের এই ছবিটির সাফল্য নিয়ে বেশ আশাবাদী চলচ্চিত্রকাররা।
একটি সিনেমার গল্প
চিত্রনায়ক আলমগীর দীর্ঘদিন পর ফিরলেন পরিচালনায়। ছবির নাম ‘একটি সিনেমার গল্প’। ছবিতে নায়ক হিসেবে কাজ করেছেন আরিফিন শুভ। তার বিপরীতে আছেন কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটিতে শুভ-ঋতুপর্ণা ছাড়াও অভিনয় করেছেন চম্পা ও আলমগীর নিজে। গানে কাজ করেছেন সংগীতশিল্পী রুনা লায়লা, আঁখি আলমগীর, মনির খান, কোনালসহ অনেকে।
আব্বাস
গ্যাংস্টারদের গল্প নিয়ে চিত্রনায়ক নিরবকে পুরান ঢাকার গ্যাংস্টার আব্বাসের গল্পে হাজির করে নির্মিত হচ্ছে ‘আব্বাস’ নামের চলচ্চিত্র। সাঈফ চন্দনের পরিচালনায় এই ছবিতে নিরবের বিপরীতে কাজ করছেন সোহানা সাবা। ছবিটির চরিত্রে নিজেকে মানিয়ে নিতে নিজের গেটাপ বদলেছেন নিরব। নিজেকে করেছেন নানাভাবে প্রস্তুত।
পাষাণ
জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে সৈকত নাসির নির্মাণ করেছেন ‘পাষাণ’ ছবিটি। রোমান্টিক ও পারিবারিক গল্পের ভিন্নতার কারণে ইতিমধ্যে আলোচনায় এসেছে। এ ছবিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম ও কলকাতার নায়ক ওম। আরও আছেন প্রয়াত মিজু আহমেদ, বিপাশা কবির, মিশা সওদাগর, শিমুল খান প্রমুখ।
নোলক
‘নোলক’ ছবির পাত্রপাত্রী শাকিব খান ও ববি। এই ছবিটি নিয়ে ইন্ডাস্ট্রিতে মাতামাতির অন্যতম কারণ তরুণ নির্মাতা রাহা তার ছবিতে শাকিব খানকে চুক্তিবদ্ধ করেছেন ৫০ লাখ টাকার বিনিময়ে। ছবিতে শাকিবের নায়িকা ববি। ছবিটিতে আরও অভিনয় করছেন মৌসুমী, কাজী হায়াত প্রমুখ। এখানে নবান্ন উৎসবের একটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। গানটি দেশ মাতাবে বলে প্রত্যাশা নির্মাতার। আর সফল গানের সিনেমা সফল হয় এটা অনেকেই মানেন।
দেবী
হুমায়ূন আহমেদের গল্পে অনম বিশ্বাস নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘দেবী’। জয়া আহসান প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, ইরেশ জাকের প্রমুখ। হুমায়ূন আহমেদের গল্পের কারণে ছবিটির প্রতি দর্শক আগ্রহ তৈরি হয়েছে এই থ্রিলারধর্মী ছবিটির প্রতি।
যদি এক দিন
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করছেন ‘যদি একদিন’ ছবিটি। এ ছবির প্রধান চমক হলো এতে নায়ক হিসেবে অভিনয় করছেন কণ্ঠশিল্পী তাহসান। রাজের ছবির গল্প মানেই নতুন কিছু পাওয়া। সেই হিসেবে ছবিটি নির্মাণের আগেই আলোচনায় চলে এসেছে।