সম্প্রতি সেন্সর জমা পড়েছে সৈকত পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘পাষাণ’। এটি নির্মাতার তৃতীয় সিনেমা। আগামী ১২ জানুয়ারি সেন্সর শো হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে। পাষাণের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মীম ও ওম। এ ছাড়া আরও অভিনয় করেছেন বিপাশা কবির, মিজু আহমেদ, শিমুল খানসহ অনেকেই। সিনেমাটি প্রযোজনা ও পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। সৈকত নাসির বলেন, ‘এই ছবি নিয়ে আমার অনেক স্বপ্ন। এটির কারণে আমি গত এক থেকে দেড় বছরে আর কোনো সিনেমা বানাইনি। সেন্সর ছাড়পত্র পাওয়া সাপেক্ষে মার্চে মুক্তির পরিকল্পনা আছে। একটা ছেলের কাছে তার প্রথম ‘নায়ক’ কিংবা ‘ভিলেন’ দুটোই কিন্তু বাবা। তাদের মধ্যকার সম্পর্কের মধ্যে একটা আবেগ থাকে। শুধু বাবা-ছেলের গল্প না, সঙ্গে রয়েছে রোমান্টিজমের ছোঁয়া। সব মিলিয়ে টান টান উত্তেজনার গল্প দেখতে পাবে দর্শক। সৈকত নাসিরের আগে ‘দেশা দ্য লিডার’ ও ‘হিরো ৪২০’ সিনেমা দুটি পরিচালনা করেন। এর মধ্যে ‘দেশা দ্য লিডার’ চারটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।