সম্প্রতি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানি তিন বন্ধুর গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে বলিউড ছবি। এর মধ্যে প্রথম দুটি চরিত্রে ভাবা হচ্ছে ভারতের সুশান্ত রাজপুত ও পাকিস্তানের ফাওয়াদ খানকে। অপর বাংলাদেশি বন্ধুর নাম এখনো প্রকাশ করা হয়নি। পাশাপাশি এতে অন্যতম প্রধান চরিত্রে থাকবেন বলিউড তারকা আলিয়া ভাট। আর এই পরিকল্পনার মূলে আছেন লেখক ও প্রযোজক পঙ্কজ দুবে। এই ছবির প্রযোজক বলেন, ‘এটি আমার অন্যতম জনপ্রিয় বই ‘লাভ কারি’ থেকে তৈরি হবে।
এর গল্পটি হলো তিন যুবকের। তারা ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক।’ ‘লাভ কারি’ সম্পর্কে জানা যায়, লন্ডনে একই ফ্ল্যাটে থাকা তিন যুবককে কিছু ঘটনা নিয়ে এটি লেখা। পাকিস্তানি আলী একজন ভালো শেফ, বাংলাদেশি শেহজাদ উল্কি শিল্পী আর ভারতীয় ঋষীর বেশ কিছু অদ্ভুত দক্ষতা আছে।
ঘটনাক্রমে তারা তিনজনই একটি মেয়ের প্রেমে পড়েন। তখন তারা নিজেদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান। পঙ্কজ এর আগে দুটি ছবির প্রযোজক হিসেবে কাজ করেছেন।