বিয়ের পর সাধারণত মেয়েরাই তার স্বামীর বাড়িতে গিয়ে ওঠেন। মাঝেমধ্যে দেখা যায় স্বামীকে স্ত্রীর বাড়িতে গিয়ে ঘরজামাই হয়ে থাকতে। দীপিকা, রণবীরের ক্ষেত্রেও খানিকটা তেমনই হলো। তবে না, ঘরজামাই নয়, কিন্তু বিয়ের পর রণবীর নিজের বাড়ি ছেড়ে দীপিকার মুম্বাইয়ের ফ্ল্যাটে গিয়ে থাকা শুরু করেছেন।
সম্প্রতি বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে দীপিকার বাড়িতে গিয়ে থাকা নিয়ে মুখ খুলেছেন রণবীর। তিনি বলেন, ছোট থেকে বিভিন্ন বিয়ে দেখেছি। তবে আমার মনে হয় বিয়েটা একটা একসঙ্গে থাকা ও চলার প্রতিশ্রুতি, এটা কোনো অপশন নয়। তুমি যেমটা চাও তেমনটাই করতে পার।