‘দ্য টাইমস ফিফটি মোস্ট ডিজায়ারেবল উইমেন ২০১৮’ তালিকা প্রকাশিত হয়েছে। আর এ তালিকার শীর্ষে আছেন বলিউড তারকা আলিয়া ভাট। ভারতবাসী অনলাইনে ভোট দিয়ে এ রায় দিয়েছেন। অবশ্য চায়ের সঙ্গে টায়ের মতো ভোটের সঙ্গে জুরির রায়ও প্রভাবিত করেছে এই ফলাফলকে। বিভিন্ন ক্ষেত্রে কাজ করা নারীদের যৌন আবেদন, ব্যক্তিত্ব, মেধা আর যোগ্যতার বিচারে এই তালিকার জন্য বিবেচনা করা হয়। শুধু সমসাময়িকদের মধ্যেই নয়, ২৬ বছর বয়সী আলিয়া ভাট ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অত্যন্ত শক্তিশালী ও মেধাবী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অল্প সময়ে। গত বছর এই অভিনেত্রী স্পাই থ্রিলার ‘রাজি’ সিনেমার মধ্য দিয়ে ভক্ত ও সমালোচকদের মন জয় করেছেন। এ ছবির জন্য সেরা অভিনেত্রী বিভাগে গত ২৩ মার্চ ৬৪তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। আর এবার ‘মোস্ট ডিজায়ারেবল উইমেন’ খেতাবও জিতলেন। ‘ই টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে আকাক্সিক্ষত এই নারী তার অনুভূতি জানানোর সময় ধন্যবাদ জ্ঞাপন করে বলেছেন, এই খেতাব জিতবেন তিনি কখনো ভাবেননি। আলিয়া জানেন না তার ভিতরের কোন বিষয়টি তাকে ‘মোস্ট ডিজায়ারেবল’ বানিয়েছে। তার মতে, ‘একটা মানুষ তখনই এই খেতাব পান, যখন মানুষ সেই ব্যক্তিকে পছন্দ করেন, সেই ব্যক্তির ব্যক্তিত্বকে পছন্দ করেন।’