রবিবার, ৩১ মে, ২০২০ ০০:০০ টা

১২ শিল্পীর কণ্ঠে এক গান

শোবিজ প্রতিবেদক

১২ শিল্পীর কণ্ঠে এক গান

বিশ্বে যে সময়টা চলছে তাকে অসময়ই বলে মনে করছে বিশ্ববাসী। এই অসময়েই নতুন প্রত্যাশা নিয়ে সমসাময়িক ১২ শিল্পী গেয়েছেন সময়ের গান ‘বাঁচি আশায় ভালোবাসায়’। কবির বকুলের লেখা এই গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজা বশির। গেয়েছেন- রুমানা ইসলাম খান, বাদশা বুলবুল, বাপ্পা মজুমদার, দীনাত জাহান মুন্নী, দিঠী আনোয়ার. হুমায়রা বশির, কোনাল, রাজা বশির, ইউসুফ আহমেদ খান, সাব্বির জামান, সমরজিৎ রায় এবং প্রিয়াঙ্কা। মিউজিক কম্পোজিশনের পর শিল্পীদের মেইল করে পাঠিয়ে দেওয়া হয় গানের মিউজিক ট্র্যাক। পরে যার যার হোম স্টুডিওতে ভয়েস দেন বলে জানান গানটির সুরকার রাজা বশির। মূলত খ্যাতিমান সংগীত ব্যক্তিত্ব বশির আহমেদ এবং মীনা বশিরের পুত্র-কন্যা হুমায়রা বশির এবং রাজা বশিরের পরিকল্পনায় তৈরি হয় সময়ের গান- ‘বাঁচি আশায় ভালোবাসায়’। গানটি এরই মধ্যে মুক্তি পায় ইউটিউব চ্যানেল সারগাম মিউজিক স্টেশনে। গানের প্রধান উদ্যোক্তা হুমায়রা বশির বলেন, এখন যে সময়টা চলছে তা এক অন্যরকম সময়। আমরা যেন স্বাভাবিক জীবনের বাইরে অবস্থান করছি। মানুষকে নতুন করে ভাবতে হচ্ছে সব কিছু নিয়ে। আশা করছি গানটি অনেকের ভালো লাগবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর