রবিবার, ৩১ মে, ২০২০ ০০:০০ টা

মিমের ইউটিউব চ্যানেল

শোবিজ প্রতিবেদক

মিমের ইউটিউব চ্যানেল

অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের দীর্ঘদিন ধরে ইচ্ছা ছিল নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলবেন। কিন্তু কাজের ব্যস্ততার কারণে সেটা যেন করাই হয়ে উঠছিল না তার। অবশেষে করোনার এই লকডাউনের সময়টাকে কাজে লাগিয়ে মিম নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। চ্যানেলের নাম দিয়েছেন ‘বিদ্যা সিনহা মিম’। গেল ২৯ মে থেকে ইউটিউব চ্যানেলটির যাত্রা শুরু হয়েছে। যেহেতু নিজের নামের ইউটিউব তাই মিমের ইচ্ছে ছিল যেন নিজের অভিনীত কোনো চলচ্চিত্র দিয়েই তার চ্যানেলটির যাত্রা শুরু হয়। লকডাউনের এই দিনগুলোতে মিম রায়হান রাফির নির্দেশনায় অভিনয় করেছেন ‘কানেকশন’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। তাতে মিম অভিনয় করেছেন তাহসান খানের বিপরীতে। মোবাইল ক্যামেরায় ধারণকৃত যার যার বাসায় অবস্থান করেই তাহসান ও মিম চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন।

গেল ২৯ মে মিমের ইউটিউব চ্যানেলে ‘কানেকশন’ চলচ্চিত্রটি প্রকাশের পর থেকেই মিম বেশ সাড়া পাচ্ছেন। এরই মধ্যে মিমের চ্যানেলেটি সাবস্ক্রাইব করেছেন পনেরো হাজারের বেশি ভিউয়ার্স। অন্যদিকে মিম-তাহসান অভিনীত ‘কানেকশন’ চলচ্চিত্রটি উপভোগ করেছেন প্রায় চল্লিশ হাজার ভিউয়ার্স। খুব অল্প সময়ে নিজের চ্যানেলের এমন সাফল্যে বেশ উচ্ছ্বসিত বিদ্যা সিনহা মিম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর