রবিবার, ৬ জুন, ২০২১ ০০:০০ টা

ওয়েব সিরিজ দিয়ে নজর কেড়েছেন তাঁরা

ওয়েব সিরিজ দিয়ে নজর কেড়েছেন তাঁরা

চলছে ওয়েব সিরিজ নির্মাণের হিড়িক। এসব কনটেন্টে জনপ্রিয় তারকাদের তুলনায় উঠতি অভিনয়শিল্পীরা নিজস্ব ঢং ও বৈচিত্র্যপূর্ণ অভিনয়গুণে দর্শক নজর কাড়তে সক্ষম হচ্ছেন। অসংখ্য ওটিটি প্ল্যাটফরম আসার কারণে তাঁদের অভিনয়ের ক্ষেত্রও হয়েছে বিস্তৃত। ওয়েব সিরিজে আলোচিত কিছু অভিনয়শিল্পীকে নিয়ে লিখেছেন- পান্থ আফজাল

 

দেশীয় বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং সাইটে প্রতিনিয়ত মুক্তি পাচ্ছে প্রচুর ওয়েব সিরিজ। প্রতিষ্ঠিত তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে উঠতি অভিনেতা-অভিনেত্রীরাও দাপিয়ে কাজ করছেন এই মাধ্যমে। নিজস¦ অভিনয় দিয়ে তাঁরা দর্শক নজর কাড়তে সক্ষম হচ্ছেন। সমালোচনা ও বিতর্ক দিয়ে এ দেশে ‘ওয়েব সিরিজ’র যাত্রা শুরু হলেও ইদানীং বেশ কিছু গল্পনির্ভর দর্শকনন্দিত কাজ নির্মিত হচ্ছে। ওয়েব সিরিজের আলোচিত অভিনয়শিল্পী তাসনুভা তিশা। নাটকে নিয়মিত অভিনয় করলেও শিহাব শাহীনের ‘আগস্ট ১৪’র ঐশী চরিত্র তাঁর ক্যারিয়ারে নতুন পালক যুক্ত করে। সম্প্রতি বিঞ্জে পার্থ সরকারের ‘ব্যাচ ২০০৩’তে তাঁর অভিনয় সবার নজর কাড়ে। তিনি মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’তেও অভিনয় করেছেন। অভিনয় দক্ষতায় এই সময়ে সবচেয়ে বেশি আলোচনা সৃষ্টি করেছেন প্রাচ্যনাটের অভিনেতা সোহেল মন্ডল। হইচই প্ল্যাটফরমে মুক্তি পাওয়া সৈয়দ আহমেদ শাওকী ও সালেহ সোবহান অনীমের নির্মাণে ‘তাকদির’-এ তিনি চঞ্চল চৌধুরীর সঙ্গে সমানতালে অভিনয় করেছেন। সম্প্রতি তিনি বঙ্গবিডির উদ্যোগে বঙ্গবব প্রজেক্টে অনিমেষ আইচের ‘আলিবাবা ও চালিচার’ ও শাফায়েত মনসুর রানার শটকার্ট সিরিজে ‘টিকটক’-এ অভিনয় করেছেন। সুমন আনোয়ারের ‘সদরঘাটের টাইগার’-এ অভিনয় করে দর্শক নজর কাড়েন ফারহানা হামিদ। অন্যদিকে কৃষ্ণেন্দু-তানিম নূরের ‘মানিহানি’তে বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে প্রমাণ করেন নিশাত প্রিয়ম। সম্প্রতি আবু হায়াত মাহমুদের ‘ম্যাচ উইনার’ নামে নতুন একটি ওয়েব সিরিজে কাজ করছেন প্রিয়ম। ৬ পর্বের ‘কন্ট্রাক্ট’-এ চঞ্চল-শুভ-মিথিলা-মমর পাশাপাশি অভিনয় দিয়ে নজর কাড়েন উমা চরিত্রে অভিনয় করা আইশা খান।  রেদোয়ান রনির ‘আইসক্রিম’ ও তানিম রহমান অংশুর ‘ন ডরাই’ চলচ্চিত্রের পর শরিফুল রাজ করেছেন আবরার আতাহারে ‘মাইনকার চিপায়’, সানী সানোয়ার-ফয়সাল আহমেদের ‘বিলাপ’,  মেহেদী হাসিবের ‘ইনফিনিটি’, আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব সিরিজ। সম্প্রতি ‘দ্য ডার্ক সাইট অব ঢাকা’র ট্রেইলারে নজর কেড়েছেন অভিনেতা রাশেদ মামুন অপু। তিনি এর আগে রাফির ‘জানোয়ার’ দিয়ে দর্শক নজর কেড়েছেন। করেছেন অনন্য মামুনের ‘কসাই’তে অভিনয়। আরেক অনবদ্য অভিনেতা মনোজ প্রামাণিক করেছেন ‘টুইন রিটার্নস’, বাঘবন্দী সিংহবন্দী’, ‘সন্দেহের অবকাশ’, ‘টু ম্যাড ম্যান’, কিসলু গোলাম হায়দারের (বঙ্গ) ‘লাবণী’, অংশুর ‘ইচিং বিচিং প্রাইভেট কোচিং’সহ বেশ কিছু ওয়েব কনটেন্ট। সম্প্রতি অভিনয় দিয়ে নজর কেড়েছেন খায়রুল বাশার। তিনি করেছেন ‘বিলাপ’, ‘একাত্তর’, বঙ্গবব প্রজেক্টের ‘চরের মাস্টার’, আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’সহ বেশ কিছু ওয়েব কনটেন্ট। ‘ইতি তোমারই ঢাকা’ অমনিবাসে অনবদ্য অভিনয় দিয়ে দর্শকনন্দিত হন মোস্তাফিজ নূর ইমরান। এরপর ‘মানি হানি, ‘একাত্তর’, ‘আকাশ ভরা তারা’সহ বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’র পর ‘ডার্করুম’ দিয়ে দর্শক মুগ্ধ করেছেন মডেল-অভিনেতা আরেফীন জিলানী। নাজিবা বাশার প্রশংসা কুড়াচ্ছেন নিজস্ব ঢংয়ের অভিনয়শৈলী ও বৈচিত্র্যতা দিয়ে। ‘মানিহানি’র পর সম্প্রতি প্রচার হওয়া শাফায়েত মনসুর রানার ‘চা খাবেন’-এ নাজিবার অভিনয় দর্শক মুগ্ধতা কেড়ে নেয়। আবু হায়াত মাহমুদের ‘ম্যাচ উইনার’-এ সম্প্রতি যুক্ত হয়েছেন তিনি। এদিকে ‘একাত্তর’ দিয়ে দীপান্বিতা মার্টিন তাঁর জাত চিনিয়েছেন। তাঁর হাতে রয়েছে বেশ কিছু ওয়েব সিরিজ। মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’ দিয়ে বড় পর্দায় অভিষেক হলেও ইমতিয়াজ বর্ষণ সবার নজর কাড়েন সঞ্জয় সমদ্দারের ‘মরণোত্তম’ দিয়ে। তাঁর হাতে রয়েছে  বেশ কিছু ওয়েব সিরিজ। তাঁর অভিনীত ‘আলগা নোঙর’ রয়েছে মুক্তির অপেক্ষায়। অন্যদিকে ‘অপরাজিতা’, ‘দ্য ন্যাকেড সোল’ ও ‘মরণোত্তম’ করে আলোচনায় এলেও সুজন হাবিবের ক্যারিয়ার গ্রাফ অনেক দীর্ঘ। ২৫তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আরিক আনাম খানের ‘ট্রানজিট’ প্রিমিয়ার হলে প্রাচ্যনাট দলের অভিনেতা জাহাঙ্গীর আলমের অভিনয় প্রশংসিত হয়। তবে ‘জানোয়ার’র পর ‘দ্য ডার্ক সাইট অব ঢাকা’র ট্রেইলারে জাহাঙ্গীরের এক ঝলক সবাইকে চমকে দেয়। তিনি এইচবিও অরজিনালের ‘ইনভিজিবল স্টোরিজ’ -এ অভিনয় করেছেন। এদিকে ‘জানোয়ার’ দিয়ে আলাদা করে নজর কেড়েছেন ফরহাদ লিমন, জামসেদ শামীম, আর এ রাহুল, মুনমুন আহমেদ, এলিনা শাম্মী। ‘দ্য ডার্ক সাইট অব ঢাকা’, ‘বরফ কলের গল্প’তে কাজ করেছেন ফরহাদ লিমন। বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করা ইয়াশ রোহান সম্প্রতি করেছেন ‘নেটওয়ার্কের বাইরে’। ‘তাকদির’-এ এ কে আজাদ সেতুর অভিনয় দর্শক মুগ্ধ করে। তরুণ তুর্কি আরশ খান অভিনয় করেছেন ‘ব্ল্যাকমেইল’, ‘টু ম্যাড ম্যান’ ও আরজিতা দত্ত ইচ্ছার সঙ্গে ‘নো মোর ওয়ার্ডস’। শাহীন সুমনের ‘মাফিয়া’, বঙ্গর ‘মিস্টার কে’, ওয়াহিদ তারেকের ‘বুমেরাং’সহ আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’তে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা। শিহাব শাহীনের ‘মরীচিকা’তে কাজ করেছেন ফারজানা রিক্তা। রেদওয়ান রনির ‘আইসক্রিম’র পর মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ চলচ্চিত্রে নাজিফা তুষির অভিনয় দেখার অপেক্ষায় সবাই। তবে সম্প্রতি তিনি করেছেন ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘দ্য ডার্ক সাইট অব ঢাকা’। সৈকত নাসির নির্মাণ করেছিলেন ওয়েব সিরিজ ‘ব্যাডবয়’। সেখানে অভিনয় দিয়ে নিজের জাত চিনিয়েছেন ইমতু রাতিশ। অনন্য মামুনের ‘জার্নি’তেও ইমতু অভিনয় করছেন। সম্প্রতি তিনি শিহাব শাহীনের ‘যদি কিন্তু তবুও’তে অভিনয় করেছেন।  আনন্দ খালেদ ও শারমিন আঁখিও বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করেছেন।

সর্বশেষ খবর