‘শুনেছি পূর্ণিমা রাতে এসেছিলে ধরণীর কোলে, সেদিন খুশির হাট বসেছিল তারা’র দেশে। তোমার আগমনে দক্ষিণের জানালায় বইছে প্রশান্তির বাতাস, পাখিদের ঠোঁটে আজ উল্লাসের মাতম। তোমার আলোয় ঘুচে যায় নিরাশার অন্ধকার, তোমার বুকে স্বপ্ন থাক রাত্রি-দিন, আজ তোমার জন্মদিন।’ কবির হৃদয়ের এমন সুমধুর ভাষা আজ একমাত্র শাকিব খানের জন্যই উচ্চারিত হতে পারে। তিনি বাংলাদেশি চলচ্চিত্রের শীর্ষনায়ক। যিনি তিন দশক ধরে এদেশের চলচ্চিত্রকে শ্রম, নিষ্ঠা আর ভালোবাসা দিয়ে টিকিয়ে রেখেছেন বিশ্ব মানচিত্রে। বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে আসীন করতে অকৃপণ ত্যাগ স্বীকার করে যাচ্ছেন। আজ তার শুভ জন্মদিনে বিশ্ব বাজারের জন্য তিনি নির্মাণ করতে যাচ্ছেন বিগ বাজেট ও অ্যারেঞ্জমেন্টে ন্যাশনাল-ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য একটি চলচ্চিত্র। নির্মিতব্য এ ছবির মহরত হবে আজ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও নিউইয়র্কের
এলএ-তে। ছবিটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। ছবির শুটিং সিংহভাগই যুক্তরাষ্ট্রে হবে। শুধু চলচ্চিত্র দিয়েই দেশের জন্য সম্মান বয়ে আনা সীমাবদ্ধ রাখেননি শাকিব খান। কোনো বাংলাদেশি সেলিব্রেটি হিসেবে শাকিব খানকে করা হয়েছে বহির্বিশ্বে বাংলা ভাষাভাষিদের সবচেয়ে বড় উৎসব বঙ্গ সম্মেলনের অ্যাম্বাসেডর। এর আগে কলকাতা থেকে অনেকেই এই সম্মেলনের শুভেচ্ছা দূত হয়েছেন। আগামী ১ থেকে ৩ জুলাই যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এ সম্মেলনের আসর বসছে। উৎসবটি নর্থ আমেরিকা বেঙ্গল কনফারেন্স-এনএবিসি নামেও পরিচিত। দেশের জন্য এমন সম্মান শুধু একজন দেশপ্রেমী শাকিব খানের পক্ষেই বয়ে আনা সম্ভব। এই নায়কোত্তমের জন্ম ১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদীতে। কিং খানের আদি নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। তিনি শুধু একজন শীর্ষ অভিনেতাই নন, সফল প্রযোজক, গায়ক, চলচ্চিত্র সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। ১৯৯৯ সালে চলচ্চিত্রে তার অভিনয় শুরু। তিনি গণমাধ্যমে সুপারস্টার, শীর্ষনায়ক, নায়কোত্তম, কিং খান, ঢালিউড কিং-সহ অজস্র উপাধিতে সম্বোধিত। শাকিব খানই বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। শাকিব তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন। যার মধ্যে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র, আটটি মেরিল-প্রথম আলো, তিনটি বাচসাস ও চারটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার। বাংলাদেশি চলচ্চিত্রের গর্ব শীর্ষনায়ক শাকিব খানের আজকের শুভ জন্মদিনে বাংলাদেশ প্রতিদিন পরিবারের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কবির ভাষায় বলতে হয়-‘তোমার জন্যে পৃথিবীতে আজ আলোর ধারা, তোমার জন্যে বাগানে আজ ফুলের মেলা, তোমার জন্যে জোনাক জ্বলে পুকুরপাড়ে, তোমার জন্যে কাঁচপোকারা গান গায় সুরে সুরে।’ জয়তু শাকিব খান।