সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নতুন বছরে বড় পর্দায় যত ছবি

আলাউদ্দীন মাজিদ

নতুন বছরে বড় পর্দায় যত ছবি

‘মুছে যাক যত জরা ব্যাধি খরা, নতুনে ভরে ওঠুক সুজলা-সুফলা ধরা।’ দেশীয় চলচ্চিত্রে খরা চলছে বিগত কয়েক দশক ধরে। যে কারণেই এ খরা চলুক, বিদায়ী বছর সেই খরায় কিছুটা হলেও স্বস্তির হাওয়া এনে দিয়েছে। সঙ্গে সঞ্চার করেছে পরাণের। শুভ সূচনাটা করেছিলেন দেবাশীষ বিশ্বাস তাঁর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’র ঘরে পা রেখে। তারপর এলো এস এ হক অলিক আর খোরশেদ আলম খসরুর ‘গলুই’। তার পরপরই অন্তত চলচ্চিত্র দুুনিয়ায় আলো জ্বালালেন ‘দিন : দ্য ডে’ দিয়ে। চূড়ান্ত বিজয়রথে চড়ল ইয়াসির আরাফাত ও রায়হান রাফির ‘পরাণ’ আর মেসবাহর রহমান সুমনের ‘হাওয়া’। এই শুভ সূচনায় আরও কয়েকটি ভিন্ন ধারার ছবিও যুক্ত হলো। বছর শেষে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ জয় করল কলকাতা চলচ্চিত্র উৎসব। বিদায়ী বছরের আলোর ঝলকানি ধরে রাখতে নতুন বছরে আশাজাগানিয়া হয়ে আসতে পারে এমন ছবির তালিকা নেহাত ছোট নয়। চলতি বছর মুক্তি পেতে পারে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটি। এখনো শ্যাম বেনেগাল পরিচালিত এ ছবির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে কয়েক বছর ধরেই আলোচনায় আছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার বঙ্গবন্ধুর বায়োপিকটি। এ সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ৬ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘মিশন এক্সট্রিম’ ছবির দ্বিতীয় কিস্তি ‘ব্ল্যাক ওয়ার’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। তাঁর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। আবু রায়হান জুয়েল পরিচালিত শিশুতোষ সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পাবে ২০ জানুয়ারি। সিনেমাটি নির্মিত হয়েছে ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে। সিয়াম আহমেদ ও পরীমণি চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন। খন্দকার সুমন পরিচালিত, গণঅর্থায়নে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁতাও’ মুক্তি পাবে ২৭ জানুয়ারি। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাপনের চিত্রায়ণের প্রয়াসেই নির্মিত হয়েছে এ সিনেমা। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘ওরা ৭ জন’। খিজির হায়াত খান পরিচালিত এ সিনেমা আগামী ৩ মার্চ মুক্তি পেতে যাচ্ছে। ইন্তেখাব দিনার, মম, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব, শিবা সানু, তাসনিম তাসফি, জয় রাজ, নাফিস আহমেদ, হামিদুর রহমান অভিনয় করেছেন এ সিনেমায়। কিছুদিন আগেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাট্য ও চলচ্চিত্র পরিচালক গিয়াস উদ্দিন সেলিম ‘কাজল রেখা’ সিনেমার শুটিং শেষ করেছেন। মৈমনসিংহ গীতিকার ‘কাজল রেখা’ অবলম্বনে নির্মিত এ সিনেমাও মুক্তি পাবে এ বছর। কাজল রেখার নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। কংকন দাসী চরিত্র করেছেন মিথিলা আর সুচ কুমার চরিত্রে শরিফুল রাজ। স্বাধীনতা সংগ্রামের রোমাঞ্চকর কাহিনি নিয়ে ফাখরুল আরেফীন খান নির্মাণ করেছেন ‘জেকে ১৯৭১’ সিনেমা। এটিও মুক্তি পেতে যাচ্ছে এ বছরই। সিনেমার নাম ভূমিকায় আছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এ ছাড়া পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীলসহ আরও প্রায় ৩৬ জন অভিনয়শিল্পী থাকছেন সিনেমাটিতে। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ও নুরুল আলম আতিক পরিচালিত সিনেমা ‘পেয়ারার সুবাস’ চলতি বছর মুক্তি পেতে যাচ্ছে। বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে স্বাধীন চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীমের প্রথম সিনেমা ‘আদিম’। এ বছরই মুক্তি পাবে এটি। এমনটিই জানিয়েছেন নির্মাতা শামীম। দেশের বাইরে একাধিক আন্তর্জাতিক পুরস্কার পাওয়া এর গল্পটা টঙ্গীর ব্যাংকের মাঠবস্তির বাসিন্দাদের নিয়ে। মোহাম্মদ রাব্বি মৃধা পরিচালিত ‘পায়ের তলায় মাটি নাই’ সিনেমাটি মুক্তি পেতে পারে এ বছর। মুক্তির আগেই দেশের বাইরে একাধিক আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়েছে সিনেমাটি।

এ ছাড়া দেশীয় চলচ্চিত্রের হারানো কৌলিন্য উদ্ধারে এ বছর বড় পর্দায় আলো জ্বালাতে পারে সৈকত নাসিরের একঝাঁক সুনির্মাণ। রয়েছে পাপ, সুলতানপুর, ক্যাসিনো, অগ্নি থ্রি, মাসুদ রানা। আরও মুক্ত হতে পারে শাকিব-দর্শনা অভিনীত, ওয়াজেদ আলী সুমনের অন্তরাত্মা, তপু খানের লিডার, বদিউল আলম খোকনের আগুন, জায়েদ খান অভিনীত বাহাদুরী, পপি-ইমনের সাদেক সিদ্দিকী পরিচালিত সাহসী যোদ্ধা, মোস্তাফিজুর রহমান মানিকের আনন্দ অশ্রু ও স্বপ্নে দেখা রাজকন্যা, নঈম ইমতিয়াজ নেয়ামূলের জ্যাম এবং গাঙচিল।  এই তালিকায় আরও দুই ডজন ছবি যুক্ত হয়ে ২০২৩ সালকে করে তুলতে পারে ঢাকাই চলচ্চিত্রের সমৃদ্ধির বছর।

সর্বশেষ খবর