শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নতুন বছরে ওটিটিতে ব্যস্ত তারকারা

পান্থ আফজাল

নতুন বছরে ওটিটিতে ব্যস্ত তারকারা

জনপ্রিয় তারকাদের অনেকেই এখন ওটিটিতে ঝুঁকছেন। অন্যদিকে ওটিটি প্ল্যাটফরমে কাজ করে নতুনরাও জনপ্রিয় হচ্ছেন। ফলে অভিনয়ের ক্ষেত্র হয়েছে বিস্তৃত। তারকা শিল্পীদের অনেকেই এখন নতুন এই মাধ্যমে ঝুঁকেছেন। ভালো গল্প ও নির্মাণে কাজ করে প্রশংসিতও হচ্ছেন। গত কয়েক বছরে টিভি ও সিনেমার তারকারা ওয়েবের দিকেই ঝুঁকেছেন বেশি। সেক্ষেত্রে এই তালিকায় ছোট পর্দার তারকা অভিনয় শিল্পীরাই বেশি রয়েছেন। কারণ, ওটিটিতে কাজের বাজেট বেশি। অন্যদিকে যত্ন দিয়ে কাজ করতে পারেন শিল্পীরা। তাই ওটিটিতে কাজ করে সন্তুষ্ট তারকারা। দেশের অন্যতম তারকাশিল্পী চঞ্চল চৌধুরী ওটিটিতে ‘তাকদির’ দিয়ে ব্যাপক প্রশংসিত হন। এরপর শাওকীর কারাগার-১ ও ২ দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন। হাতে রয়েছে আরও বেশ কিছু ওটিটির কাজ। অন্যদিকে আশফাক নিপুণের ‘মহানগর’-এ ওসি হারুন চরিত্রে মোশাররফ করিম দুই বাংলার মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছেন। এবার মহানগর-২ নিয়ে সামনে আসছেন। কানে প্রশংসিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন-সৃজিতের ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’তে অভিনয়ের পর বাংলাদেশে নির্মিত ‘গুটি’ ওয়েব সিরিজে নিজেকে চিনিয়েছেন। আফরান নিশো টিভি নাটকে ভেলকি দেখানোর পর ওটিটিতেও মুগ্ধতা ছড়াচ্ছেন। মরীচিকা, কাইজার-এ তার অভিনয় সবার নজর কাড়ে। এবার আসছেন হইচইয়ের কাইজার টু ও এ কমনম্যান’ নিয়ে। গতকাল গুলশান ক্লাবে আয়োজিত হইচই মিট-২০২৩-এ ঘোষণা করা হয় আটটি ওয়েব সিরিজের নাম। এই ওয়েব সিরিজগুলোতে অভিনয়ের তালিকায় জাহিদ হাসান, মোশাররফ করিম, অপূর্ব, বাঁধন, মিম, আফরান নিশো, এফ এস নাঈম, তাসনিয়া ফারিণ, ইন্তেখাব দিনার, রওনক হাসান, সুমিত সেনগুপ্তসহ রয়েছে অনেকের নাম। আর নির্মাতা হিসেবে তো রয়েছেনই তানিম নূর, সৈয়দ আহমেদ শাওকী, আশফাক নিপুণ, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, সানী সানোয়ার, ফয়সাল আহমেদ, অনম বিশ্বাস, শাফায়েত মনসুর রানা। তার মানে একঝাঁক তারকা নির্মাতা ও অভিনয়শিল্পীদের নিয়ে ভিন্ন আঙ্গিকে হাজির করছে হইচই। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় ‘বুকের মধ্যে আগুন’ নির্মাণ করছেন তানিম রহমান অংশু। এতে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন অপূর্ব। নব্বই দশকের এ দেশের চলচ্চিত্র তারকা সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে আবর্তিত হয়েছে সিরিজের গল্প। এটিতে আরও রয়েছেন গাজী রাকায়েত, তানিয়া আহমেদ, তারিক আনাম খান, তৌকীর আহমেদ, ইয়াশ রোহান, তমা মির্জা, শাহনাজ সুমি, তানভীর প্রমুখ। অন্যদিকে আফরান নিশোকে নিয়ে নির্মাতা আশফাক নিপুণ নির্মাণ করছেন ‘আ কমন ম্যান’। নিপুণের ওয়েব সিরিজ ‘মহানগর’-এর আলোচিত চরিত্র ওসি হারুন রূপে আবারও পর্দায় আসছেন মোশাররফ করিম। সিরিজের দ্বিতীয় পর্ব মহানগর-২ মুক্তি পাবে ঈদুল ফিতরে। সিরিজটি প্রযোজনা করছেন মোহাম্মদ হাবিবুর রহমান ও আদনান আল রাজীব। আফরান নিশো অভিনীত আলোচিত সিরিজ কাইজার-এর দ্বিতীয় পর্ব ‘কাইজার লেভেল টু’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। এই সিরিজটিতে নতুন করে যুক্ত হয়েছেন জাহিদ হাসান। সিরিজটি মুক্তি পাবে ঈদুল আজহায়। পাওয়ারপ্যাক নির্মাতা জুটি সানী সানোয়ার-ফয়সাল আহমেদ; বিদ্যা সিনহা মিম-এফ এস নাঈম ও সুমিত সেনগুপ্তকে সঙ্গী করে আসছেন মিশন হান্টডাউন নিয়ে। প্রযোজক পারভেজ আমিন। কিংকর আহসানের উপন্যাস অবলম্বনে হইচইয়ে সিরিজ ‘রঙ্গিলা কিতাব’ নির্মাণ করছেন নির্মাতা অনম বিশ্বাস। মুশফিকুর রহমান প্রযোজিত সিরিজে কারা অভিনয় করছেন, এখনো জানানো হয়নি। একজন শীর্ষ ব্যবসায়ী ও রাজনীতিবিদকে অপহরণের ঘটনা নিয়ে ‘অদৃশ্য’ নামে সিরিজ নির্মাণ করছেন নির্মাতা সাফায়েত মনসুর। এতে কারা অভিনয় করছেন, এখনো জানানো হয়নি। মশিউল আলমের ‘প্রিসিলা’ উপন্যাস অবলম্বনে ‘ডেল্টা’ ২০৫১ নির্মাণ করছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও তানিম নূর। এতে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, রওনক হাসান। এদিকে ওটিটিতে এই সময়ে ব্যস্ত সময় পার করছেন মেহজাবীন, অর্চিতা স্পর্শিয়া, নাজিফা তুষি, সোহেল মন্ডল, দীপান্বিতা মার্টিন, দিব্য জ্যোতি, মীর নওফেল আশরাফী জিসান, তানভীন সুইটি, বিজরী বরকতুল্লাহ, রওনক রিপন, শাহাজান সম্রাট, নিকিতা নন্দিনী, এ কে আজাদ সেতু, নিশাত প্রিয়ম, আফসানা মিমি, আইশা খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, আফজাল হোসেন, উজ্জ্বল কবির হিমু, আবদুল্লাহ আল সেন্টু, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, রাফিয়াথ রশিদ মিথিলা, নওশাবা, সজল, শ্যামল মওলা, তাসনুভা তিশা, মুস্তাফিজ নূর ইমরান, নাজিয়া হক অর্ষা, শরিফুল রাজ, রাশেদ মামুন অপু, মনোজ প্রামাণিক, খায়রুল বাসার, ইমতিয়াজ বর্ষণ, তানজিন তিশা, মৌসুমী হামিদ, মুস্তফা মনোয়ার, জাকিয়া বারী মম, ইয়াশ রোহান, তারিক আনাম খান, সানজিদা প্রীতি, সাফা, ফরহাদ লিমন, জয় রাজ, আশরাফুল আশিষ, সুমন আনোয়ার, ফজলুর রহমান বাবু, শরাফ আহমেদ জীবন, দোয়েল ম্যাশ, জাহাঙ্গীর আলম, আরেফিন জিলানী প্রমুখ। এদিকে অনেক প্ল্যাটফরমই এ দেশে এলেও এক সময় চলেও গেছে। আরও অনেক প্ল্যাটফরম রয়েছে প্রকাশের অপেক্ষায়। তবে এর মধ্যে অল্পসংখ্যক প্ল্যাটফরম সাড়া পাচ্ছে ভিন্নধর্মী গল্প ও নির্মাণের কারণে।

সর্বশেষ খবর