বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চ্যালেঞ্জ নিয়ে ফিরছেন তাঁরা

চ্যালেঞ্জ নিয়ে ফিরছেন তাঁরা

অক্ষয়, হৃত্বিক কিংবা খান ত্রয়ীকে ছাপিয়ে উঠে আসছে নতুন প্রজন্মের একঝাঁক মুখ। তাহলে তিন খানের দিন কি শেষ! আর অক্ষয়, অজয়, হৃত্বিকরা? সুখবর হচ্ছে, নতুন চ্যালেঞ্জ নিয়ে প্রত্যাবর্তন করছেন বলিউডের এই তারকারা। সেসব খবর জানাচ্ছেন- পান্থ আফজাল

কিছু দিন আগেও শোবিজ বিশ্বে একটা প্রশ্ন ঘোরাফেরা করছিল। আর তা তিন খানকে নিয়ে। মানে আমির, সালমান আর শাহরুখ খান। তাঁদের শেষের সে দিন কি আসন্ন? চার দশকের বেশি সময় ধরে তিন খান বক্স অফিসে সোনা ফলিয়েছেন ঠিকই, কিন্তু বলিউডের কাঁকড় বিছানো প্রতিযোগিতামূলক পথে আগের সব সাফল্য ধুয়েমুছে সাফ হয়ে যেতে পারে যদি একটা ফ্লপ হয়! শাহরুখের ক্ষেত্রে এই ফ্লপের সংখ্যাটা মারাত্মক ছিল। অন্যদিকে সালমানেরও ‘রেস ৩’ থেকে শুরু হয় ফ্লপের পালা। মাঝে অবশ্য ‘দাবাং ৩’ মোটামুটি চলেছিল। আমির তাঁদের মধ্যে একটু সুবিধাজনক অবস্থায় থাকলেও ‘লাল সিং চাড্ডা’ নিয়ে বেশ বিপাকে পড়েন। অন্যদিকে অক্ষয়, অজয় কিংবা হৃত্বিকদের সিনেমা গড়পড়তা ব্যবসা করলেও দক্ষিণী ইন্ডাস্ট্রির টোপে ধোপে টিকছিলেন না বলিউডের কেউ। এটা সবাই মানছেন যে, খানদের বয়স পঞ্চাশের ওপর হয়ে গেছে। এই বয়সের কেউ আর তাঁরা যে ধরনের ছবি করেন, তেমন ছবির জন্য উপযুক্ত নন। সময় এসেছে এটা বলার, তাঁদের সত্যিই খরচের খাতায় ফেলে দেওয়া যায়। এদিকে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি ধীরে ধীরে পাল্টাচ্ছে। নানা রকম স্ট্রিমিং প্ল্যাটফরমের কল্যাণে নানা রকমের ‘কনটেন্ট’র সঙ্গে পরিচিত হচ্ছেন দর্শকরা। নতুন বিগ বাজেটের সিনেমা নিয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি তথা হলিউড মুভির সঙ্গে পাল্লা দিয়ে নির্মিত হচ্ছে বলিউড সিনেমা। তাই নতুন বছরে সব ব্যর্থতাকে পেছনে ফেলে বলিউড ফিরছে নতুন উদ্যমে। ২০২৩ সালে বক্স অফিসে ঝড় তুলতে আসছে বলিউডের বহুল প্রতীক্ষিত বেশ কয়েকটি সিনেমা। সেসব সিনেমা দিয়ে নতুন করে নিজেদের চেনাবেন খানত্রয়ী আর অক্ষয়, সানি ও হৃত্বিকরা। শাহরুখ খান চার বছরের বিরতির পর ২০২৩ সালে ব্যাক টু ব্যাক তিনটি চলচ্চিত্র নিয়ে ফিরছেন বড় পর্দায়। এরই মধ্যে বক্স অফিসে ঝড় তুলতে চলেছে বলিউড অভিনেতা শাহরুখ খানের ‘পাঠান’। জানুয়ারি মাসের ২৫ তারিখ মুক্তি পাচ্ছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত স্পাই থ্রিলার ফিল্ম ‘পাঠান’, জুনেই আসছে অ্যাটলি কুমারের ছবি ‘জওয়ান’। বছরের শেষ সপ্তাহে মুক্তি পাবে রাজকুমার হিরানি-শাহরুখ খান জুটির প্রথম ছবি ‘ডানকি’। যার ফলে তাঁর ওপরে প্রায় ৫০০ কোটি টাকা লগ্নি করার সাহসী পদক্ষেপ নিচ্ছেন চলচ্চিত্র নির্মাতারা। এটা অভিনেতার ভক্তদের কাছে একটা বড় পাওনা। পাঠান সিনেমায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আবরাহাম, ইমরান হাশমিসহ অন্যরা। এরই মধ্যে এ সিনেমা মুক্তির আগেই টিকিট নিয়ে হাহাকার চলছে। এদিকে শাহরুখ খানের ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। দেশীয় একটি প্রযোজনা প্রতিষ্ঠান সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি দেশে আনার চেষ্টা করছে। এই ইতিবাচক সিদ্ধান্তে সিনেমাটি ভারতে মুক্তির দুই দিন পরই বাংলাদেশের দর্শকদের দেখতে পারার সম্ভাবনা আছে। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘টাইগার থ্রি’ দিয়ে প্রথমবারের মতো স্পাই ইউনিভার্সের পাঠান ও টাইগারের মধ্যে ক্রসওভার করতে যাচ্ছেন প্রযোজক আদিত্য চোপড়া। এদিকে কত বেশি পারিশ্রমিক নিচ্ছেন তা নিয়েই শাহরুখের সঙ্গে তুলনা করা হচ্ছে অক্ষয়ের। এসআরকে কে ছাপিয়ে ‘কাটপুতলি’ সিনেমার জন্য ১২০ কোটি পারিশ্রমিক নিয়ে এগিয়ে আছেন অক্ষয়। এ বছরই অক্ষয়-ইমরান হাশমি জুটির ‘সেলফি’ও আসছে ভক্তদের জন্য। এ বছরের দীপাবলিতে মুক্তি পাবে ‘টাইগার থ্রি’। মুক্তির অপেক্ষায় আছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ নামে সালমানের আরও একটি তারকাবহুল সিনেমা। ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমাটি ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে। ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। বরাবরই ফিটবডির জন্য তিনি বিটাউনে চর্চিত। কখনো সামনে আসতে দেখা যায় তাঁর বোল্ড লুক, কখনো ফাইটার মুডে ভাইরাল তিনি ওয়ার ছবির ফ্রেম থেকে। তবে সেই হৃত্বিকের এবার লুক দেখে এক কথায় সবাই অবাক। বিক্রম ভেদার পর আসছেন ফাইটার মুভি নিয়ে। তবে মিস্টার পারফেকশনিস্ট আমির খান এ বছর ‘সালাম ভেনকি’তে অতিথি চরিত্রে হাজির হবেন। ২০২৪ সালে ‘ক্যামপেনোয়েস রির্মাকস’ (চ্যাম্পিয়ন) ও ২০২৫ সালে আসছেন মগুল নিয়ে। অজয় দেবগন দীর্ঘদিন পর হাজির হবেন ভোলা নিয়ে। সঙ্গে থাকছেন টাবু। এদিকে বছরের শেষদিকে ‘গাদার টু’ নিয়ে হাজির হবেন সানি দেওল। সঙ্গে রয়েছেন আমিশা প্যাটেল।

তাহলে বলিউডে বুড়োদের অধ্যায় নিয়ে বলা যায়, ‘কাহানি আবি ভি বাকি হে মেরা দোস্ত!’

সর্বশেষ খবর