মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

প্রতিবন্ধীদের নিয়ে ‘নৈঃশব্দে’৭১’

 শোবিজ প্রতিবেদক

প্রতিবন্ধীদের নিয়ে ‘নৈঃশব্দে’৭১’

ঢাকা থিয়েটার ও ব্রিটিশ কাউন্সিল ঢাকা যৌথভাবে ২০১৩ সাল থেকে প্রতিবন্ধী মানুষদের নিয়ে একটি নাট্য প্রক্রিয়ায় নিয়োজিত। ইতোপূর্বে তারা দুটি নাটক ‘ডিফারেন্ট রোমিও জুলিয়েট’ ও ‘ফিয়ারলেস’ সফলভাবে মঞ্চায়ন করেছে। তাদের লক্ষ্য সমাজে অবহেলিত প্রতিবন্ধীদের মূলধারায় সংযুক্ত করা। ঢাকা থিয়েটার  প্রতিবন্ধী মানুষের সৃষ্টিশীল প্রতিভার ব্যবহারের দিকে নজর দিয়েছি এবং ‘প্রতিবন্ধী নাট্য’ ধারা নির্মাণে ব্রতী। ব্রিটিশ কাউন্সিল এ ব্যাপারে  সহযোগিতা করছে। আগামী ৯ ও ১০ মার্চ সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মঞ্চে ‘নৈঃশব্দে’৭১’ নাটকটি মঞ্চায়ন করা হবে। দেশের আটটি বিভাগে গত দুই বছর কর্মশালার মধ্য দিয়ে শতাধিক প্রতিবন্ধী মানুষকে অভিনয়ের জন্য প্রস্তুত করা হয়। তাদের মধ্য থেকে বাছাই করে ১৫ জন প্রতিবন্ধী অভিনেতাকে নিয়ে ব্রিটিশ পরিচালক রমেশ মেয়াপ্পন এক বছর সময় নিয়ে তিন কিস্তিতে ৪০ দিন মহড়া করে মহান মুক্তিযুদ্ধকে নিয়ে ‘নৈঃশব্দে’৭১’ নাটকটি নির্মাণ করেছে।

 

সর্বশেষ খবর