আন্তর্জাতিক ফ্রঙ্কোফোনি উৎসব উপলক্ষে অলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার উদ্যোগে মঞ্চায়িত হলো ফরাসি ভাষার বিশেষ নাটক ‘জো সুই ফ্রেডেরিক ডুগলাস’। ১০ ও ১১ মার্চ নাটকটি মঞ্চায়িত হয় অলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ন্যুভেল ভাগ মিলনায়তনে। এতে অভিনয় করেন পশ্চিম আফ্রিকার মালির নাগরিক মোদিবো কোনাতে। নাটকটি ফ্রেডেরিক ডুগলাস নামের এক দাসের আত্মজীবনী দিয়ে সাজানো ‘জো সুই ফ্রেডেরিক ডুগলাস’ বই অবলম্বনে তৈরি হয়েছে। এর অভিনেতা মোদিবো কোনাতে হলেন মালির রাজধানী বামাকোর একজন তরুণ নৃত্যশিল্পী ও অভিনেতা। নাটকটি নির্মিত হয় মালিতে।