মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

জাতীয় চলচ্চিত্র দিবস : প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার আহ্বান

আলাউদ্দীন মাজিদ

জাতীয় চলচ্চিত্র দিবস : প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার আহ্বান

এফডিসিতে জাতীয় চলচ্চিত্র দিবসের উদ্বোধন করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন বঙ্গবন্ধু। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ঢাকায় প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বা ইপিএফডিসি। যা বাংলাদেশ স্বাধীনের পর ‘বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন’ তথা বিএফডিসি নামে পরিচিতি পেয়েছে। বঙ্গবন্ধুর সেই যুগান্তকারী পদক্ষেপের দিনটি স্মরণীয় করে রাখতেই ২০১২ সালে সরকার ৩ এপ্রিলকে ‘চলচ্চিত্র দিবস’ হিসেবে ঘোষণা করে। সেই থেকে প্রতি বছরের ৩ এপ্রিল এ দিবসটি পালিত হয়ে আসছে। গতকাল নানা আয়োজনে বিএফডিসিতে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়। এফডিসির পিআরও হিমাদ্রী বড়ুয়া বলেন, রোজার কারণে এবারের আয়োজন সীমিত। সরেজমিন দেখা যায়, এফডিসি আঙিনায় ব্যানার, ফেস্টুন টানানোসহ প্রবেশদ্বার নির্মাণ, রঙিন নেট ও আলো দ্বারা বিভিন্ন দেয়াল সাজানো হয়। এবারের চলচ্চিত্র দিবসের মূল প্রতিপাদ্য হলো- ‘দেশীয় চলচ্চিত্রকে ভালোবাসুন, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখুন’। সকাল ১০টায় র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এরপর উদ্বোধনী অনুষ্ঠানে এফডিসিতে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে আলোচনা সভায় চলচ্চিত্রের সার্বিক অবস্থা ও আগামীর উন্নয়ন সম্পর্কে কথা বলেন বক্তারা। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার। সভাপতিত্ব করেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। বক্তাদের মধ্যে ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, প্রযোজক খোরশেদ আলম খসরু, শিল্পী রোজিনা, অঞ্জনা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এফডিসির কর্মকর্তারা। ► শোবিজ প্রতিবেদক

 

সর্বশেষ খবর