শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বঙ্গবাজার ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের পাশে তারা

শোবিজ প্রতিবেদক

বঙ্গবাজার ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের পাশে তারা

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় সোশ্যাল মিডিয়াজুড়ে এখন শুধুই আহাজারি। ক্ষতি হয়েছে শত কোটি টাকার পণ্য। অনেকে কোটিপতি থেকে অগ্নিকান্ডের ঘটনায় নিঃস্ব হয়ে গেছেন। সামর্থ্যবানরা আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন, সেই সঙ্গে দেশের বিত্তবান মানুষদের আহ্বানও জানিয়েছেন। অন্যদের মতো পাশে এসে দাঁড়িয়েছেন শোবিজের তারকা শিল্পীরাও। এদের মধ্যে রয়েছেন তাহসান খান, বিদ্যা সিনহা মিম, শবনম বুবলী, জায়েদ খান, কাজী নওশাবা, অমিত সিনহা, তাশরিফ খান, জিয়াউল ফারুক অপূর্ব, মিষ্টি জান্নাত, খিজির হায়াত খান, রাফসান দ্য ছোট ভাই, ব্যান্ড আর্টসেলসহ বিভিন্ন অঙ্গনের তারকারা।

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বেশ কিছু পোশাক ও কাপড় কিনে নিয়েছে দাতব্য সংস্থা বিদ্যানন্দ ও মাস্তুল ফাউন্ডেশন। তারা সেগুলো পরিধানযোগ্য করে বিক্রি করবেন এবং সেই টাকা দেবেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। তাদের কাছ থেকে ১ লাখ টাকায় একটি লুঙ্গি কিনলেন সংগীতশিল্পী তাহসান। তাহসানের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এসেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও শবনম বুবলী। চিত্রনায়িকা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছেন ১০০ কাপড়ের দামে। এই তালিকায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা বুবলীও। তিনি গতকাল বিকালে কিছু পোড়া কাপড় কিনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যার্থে অর্থ তুলে দিয়েছেন বিদ্যানন্দের হাতে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন আরেক চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তাঁর চিকিৎসা প্রতিষ্ঠান হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ১ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে লাখ টাকায় একটি পোড়া প্যান্ট কিনেছেন জনপ্রিয় ইউটিউবার রাফসান দ্য ছোট ভাই। অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে এগিয়ে এসেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক জায়েদ খান। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি লিখেছেন, ‘বঙ্গবাজারে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়াতে যাচ্ছি আমি। আপনার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে পাশে থাকুন। এবারের আমাদের ঈদের খরচ বাঁচিয়ে না হয় এসব সর্বস্বহারা মানুষগুলোর সঙ্গে ঈদ উদযাপন করি। আল্লাহ সবাইকে হেফাজত করুন।’ অন্যদিকে এই দলে নাম লিখিয়েছেন জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। বিদ্যানন্দের ফান্ডে অংশীদার হতে তাদের থেকে ১ লাখ টাকায় বঙ্গবাজারের পোড়া জিন্স কিনেছেন জিয়াউল ফারুক অপূর্ব। যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। এ বিষয়ে অপূর্বর ভাষ্য, ‘বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকান্ডে যে ক্ষতি হয়েছে তাতে আসলে আমরা সবাই মর্মাহত। সামনেই ঈদ, এমন মুহূর্তে এটা আসলে মেনে নেওয়াও কঠিন তাদের জন্য। ঈদ মানেই তো আনন্দ আর এই আনন্দের দিনে কারও যেন মন খারাপ না হয় সে জন্য ক্ষুদ্র একটা অর্থায়নের মাধ্যমে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। তাদেরও অধিকার আছে উৎসব করার, আনন্দ করার। আমি চাই, যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই তাদের পাশে দাঁড়াক। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মুখে একটু হলেও যেন হাসি ফুটে।’ নির্মাতা ও অভিনেতা খিজির হায়াত খান বলেন, ‘চলেন এবার ঈদে সবাই একটা জামা কম কিনি, একটা জামার টাকা সবাই এক জায়গায় জমা দিই। সেই টাকা বঙ্গবাজারের সব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর মাঝে বিলিয়ে দিই।’ উল্লেখ্য, বঙ্গবাজারের অন্তত ছয়টি মার্কেটে আগুন লেগেছে। এতে ৮ হাজারের বেশি দোকান পুড়ে গেছে। ভয়াবহ এ দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকার বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ খবর