বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। হঠাৎ বৃষ্টি মাথায় নিয়ে হাজির হয়েছেন পশ্চিমবঙ্গের কলকাতায়। পরনে ছিল ল্যাভেন্ডার রঙের চুড়িদার। কিন্তু হঠাৎ করেই কেন দাদাদের শহরে পা দিলেন এ বলিউড কুইন? খবরে বলা হয়, একটি শোরুমের উদ্বোধন করতে কলকাতা শহরে এসেছিলেন ক্যাট। এক গয়না প্রস্তুতকারক সংস্থার ভিআইপি রোড এবং গড়িয়া হাটের শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করতেই বলিউড সুন্দরীর কলকাতায় আসা। হালকা বৃষ্টির মধ্যেই শোরুমের সামনে এসে দাঁড়ায় অভিনেত্রীর গাড়ি। বৃষ্টি মাথায় নিয়েই অভিনেত্রীকে দেখতে এসেছিলেন ভক্ত ও অনুরাগীরা।