বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

টাইগার ৩-এ ইমরান হাশমি

শোবিজ ডেস্ক

৯ বছর পর টাইগার সিরিজের ৩ নম্বর ছবি নিয়ে পর্দায় ফিরছেন সালমান। সোমবার প্রকাশ্যে এসেছে ছবির অ্যাকশন-প্যাক ট্রেইলার। ছবির ট্রেইলারে দেখা গেছে, সালমানের অতীতের এক শত্রু ফিরে এসেছে। সেই ভিলেনের চরিত্রে ইমরান হাশমি। টাইগার যেমন তার কাছ থেকে তার স্ত্রী-সন্তানকে ছিনিয়ে নিয়েছে এবার সেও টাইগারকে সর্বহারা করে ছাড়বে। যশরাজ স্পাই ইউনিভার্সের পুরনো খিলাড়ি তিনি। এবার মহাসংকটে টাইগার। একে তার ওপর দেশদ্রোহের অভিযোগ, তার ওপর পরিবার আর দেশ দুয়ের মধ্যে একটা বেছে নেওয়ার কঠিন শর্ত। কীভাবে দুই কুল রক্ষা করবেন তিনি? এ নিয়েই এগোবে মনীশ শর্মার টাইগার ৩।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর