পশ্চিমবঙ্গে জয়া আহসানের ‘দশম অবতার’ মুক্তি পেয়েছে বৃহস্পতিবার। সিনেমাটির নির্মাতা সৃজিত মুখার্জি। আর এতে জয়ার সঙ্গে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য ও যিশু সেনগুপ্তের মতো তারকা। ফলে এবারের দুর্গাপূজায় সবচেয়ে আকাক্সিক্ষত সিনেমা এটি। গত মঙ্গলবার অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার। এরপর থেকেই সিনেমাটির ইতিবাচক রিভিউ আসা শুরু হয়েছে। মুক্তির আগে অগ্রিম টিকিট বিক্রিতে রীতিমতো রেকর্ড গড়েছে জয়ার ‘দশম অবতার’। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের তথ্য অনুযায়ী, মুক্তির আগে সিনেমাটির ৩০ হাজারের বেশি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে, যা টলিউডের ক্ষেত্রে সর্বোচ্চ। এর মাধ্যমে ওপার বাংলায় ফের রেকর্ড গড়লেন এপারের মেয়ে জয়া আহসান। রিভিউ প্রতিক্রিয়ায় হিন্দুস্তান টাইমস লিখেছে, ‘যদি জয়া আহসানের কথায় আসি, তাহলে বলব ‘সিরিয়াল কিলার’-পুলিশের রক্তের গন্ধ মেশা এই খেলায় ‘পেলব’ (কোমল) সুর হয়ে ধরা দিয়েছেন জয়া।’ হিন্দুস্তান টাইমস বাংলার লেখায়ও জয়ার ব্যাপারে প্রশংসা ফুটে উঠেছে। এতে জয়া প্রসঙ্গে বলা হয়, ‘জয়ার অভিনয় দশম অবতারের ওপর বিশ্বাস দৃঢ় করে।’ আনন্দবাজার পত্রিকায় জয়া সম্পর্কে বলা হয়েছে, ‘সিনেমার অভিনেত্রী জয়া আহসান, যিনি একমাত্র নারী চরিত্র। তাঁর কাজটা বোধ হয় সবচেয়ে কঠিন ছিল। তিনি সেটা দিব্যি পেরেছেন। এক ইঞ্চিও নিজের জমি ছাড়েননি। দর্শক হল থেকে বেরিয়ে যাতে তাঁকে মনে রাখেন, তা তিনি নিশ্চিত করেছেন তাঁর অভিনয়গুণ দিয়ে।’ সামগ্রিকভাবে সিনেমাটির ইতিবাচক দিকগুলো ফোকাস করেছে গণমাধ্যমটি। এই প্রতিক্রিয়ায় জয়া প্রসঙ্গে বলা হয়েছে, ‘জয়ার অভিনয় দশম অবতারের ওপর বিশ্বাস দৃঢ় করে।’ এছাড়া সোশ্যাল মিডিয়ায় দর্শক ও টলিউড অঙ্গনের অনেকেই ‘দশম অবতার’ সিনেমাটির প্রশংসা করছেন।
শিরোনাম
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
ফের জয়ার রেকর্ড
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর