রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
আইএমডিবির চোখে

বছরের জনপ্রিয় যত ভারতীয় সিনেমা-সিরিজ

শোবিজ ডেস্ক

বছরের জনপ্রিয় যত ভারতীয় সিনেমা-সিরিজ

চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে গত ৬ নভেম্বর পর্যন্ত সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমা, স্ট্রিমিং মাধ্যমে প্রচার হওয়া সিনেমা ও সিরিজ থেকে জনপ্রিয় সিনেমা ও সিরিজের তালিকা তৈরি করেছে ইন্টারনেট মুভি ডাটাবেজ (আইএমডিবি)। এ বছর সিনেমা হলে মুক্তি পাওয়া সবচেয়ে জনপ্রিয় ভারতীয় সিনেমার মধ্যে আইএমডিবির তালিকায় রয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ও ‘পাঠান’, রজনীকান্তের ‘জেইলার’ ও সানি দেওলের ‘গাদার-২’। যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ভ্যারাইটির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। আইএমডিবি প্ল্যাটফরমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি মাসে প্রায় ২০ কোটি মানুষ প্রবেশ করে। এ ভিউ থেকে শীর্ষ সিনেমা ও সিরিজের তালিকা তৈরি করে থাকে প্ল্যাটফরমটি। এদিকে ভ্যারাইটির প্রতিবেদনে দেখা গেছে, আইএমডিবির বছরের শেষ মুহূর্তের তৈরি করা তালিকায় বক্স অফিসে সাড়া ফেলা সিনেমাগুলো রয়েছে শীর্ষে। যা চলতি বছরে ভারতের হিট সিনেমার খ্যাতি পেয়েছিল। চলতি বছর স্ট্রিম হওয়া সেরা জনপ্রিয় ১০ সিনেমার শীর্ষ দুই স্থানে রয়েছে নেটফ্লিক্স। সিনেমা দুটি হচ্ছে- ‘লাস্ট স্টোরিজ ২’ ও ‘জানে জান’। আর স্ট্রিমিং সিরিজের ক্ষেত্রে শীর্ষ দুই স্থানে রয়েছে প্রাইম ভিডিওর ‘ফারজি’ ও নেটফ্লিক্সের ‘গ্যানস অ্যান্ড গুলাবস’ সিরিজ।

সর্বশেষ খবর