জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এপার-ওপার বাংলার সিনেমা মিলিয়ে কাজ করছেন তিনি। সম্প্রতি জিতের সঙ্গে একটি সিনেমায় কাজ করেছেন, যেটি মুক্তির অপেক্ষায়। এ সিনেমায় তিনি জিতের সঙ্গে কাজ করেছেন। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মিম বলেন, ‘আমি যখন ক্লাস ফোর-ফাইভে পড়তাম তখন পর্দায় জিৎ-দার গানের পারফর্মের সঙ্গে নাচতাম। এখন তাঁর সঙ্গেই অভিনয় করছি, এটা আমার কাছে দারুণ এক স্বপ্নের মতো ব্যাপার।’ অন্যদিকে ভারতের নতুন কোনো চলচ্চিত্রে কাজ করছেন না তিনি। তিনি বলেন, ‘এখনো তেমন কোনো আলাপ হয়নি। সর্বশেষ জিৎ-দার সঙ্গে মানুষ সিনেমায় কাজ করলাম। এর আগে সুলতান ছবিতে কাজ করেছি।’