কঙ্গনা রানাউত, যিনি রিয়েল লাইফ থেকে রিলে সর্বদা বিতর্কের জন্ম দেন। এবার অলিম্পিক বিতর্কে জড়ালেন। অলিম্পিকে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ এর আসর বসেছে প্যারিসে। যিশুর ‘লাস্ট সাপার’কে ব্যঙ্গ করার অভিযোগ উঠেছে অলিম্পিক কমিটির বিরুদ্ধে। কঙ্গনার অভিযোগ, অলিম্পিক সমকামিতার প্রদর্শন ছাড়া কিছুই নয়! ‘প্যারিস অলিম্পিকে ‘দ্য লাস্ট সাপার’কে যৌনতার মোড়কে পরিবেশিত হয়েছে।