দেশের নন্দিত নজরুল সংগীতশিল্পী সুজিত মোস্তফা। এ শিল্পী এবার কণ্ঠে নিলেন একটি আধুনিক গান। যার মধ্য দিয়ে দেশবন্দনা করেছেন তিনি। সঙ্গে রয়েছেন মাহবুবা আকন্দ। গানটির শিরোনাম ‘মাটি যেখানে সুর শেখায়’। সুজিত মোস্তফার নিজ নামের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে গানচিত্রটি প্রকাশ হয়েছে। কথা ও সুর করেছেন কলকাতার উদয় বন্দ্যোপাধ্যায়। এতে বাজিয়েছেন কলকাতার গুণী সব মিউজিশিয়ানরা। রেকর্ডিং হয়েছে রেজোন্যান্স স্টুডিওতে। গানটির মাধ্যমে বাংলাদেশের রূপ বৈচিত্র্যের বর্ণনা দেওয়া হয়েছে। গানচিত্রটি নিয়ে সুজিত মোস্তফা বলেন, ‘এবারের গানটি বিশেষ। গানটির মাধ্যমে লাল-সবুজের প্রিয় বাংলাদেশকে উপস্থাপন করা হয়েছে। আশা করি দর্শক-শ্রোতার হৃদয়ে নাড়া দেবে গানটি।’