অভিনেত্রী আনিকা কবির শখ বলেন, নাচের সঙ্গে আমার সংযোগ ছোটবেলা থেকেই। তাই আমার কাছে মনে হয় অভিনয়ের সঙ্গে নাচের একটা ব্যাপার আছে। তাছাড়া এখন কোনো কিছু অভিনয়ের আগেই চাই গল্প ও স্ক্রিপ্ট আগে আসুক। তারপর একটু পড়াশোনা করি। এরপর চরিত্র ধারণ করে শুটিংয়ে যাই। তিনি বলেন, শখ একটা শখ, আমি খুব সিম্পল একটা মেয়ে। খুব মিশুক একজন মানুষ। কিছুটা আত্মকেন্দ্রিক। সেধে গিয়ে কারও সঙ্গে কথা বলি না তো, তাই অনেকের ধারণা আমার মধ্যে অহংকার আছে; কিন্তু যারা মিশেছে তারা জানে আমি অংহকারী নই। শখ বলেন, আমাদের প্রতিটি শিল্পীরই উচিত কাজ নিয়ে দর্শক কিংবা ভক্তদের সঙ্গে কথা বলা। ব্যক্তিজীবনটা এর বাইরে রাখা প্রয়োজন। হ্যাঁ, কিছু প্রশ্ন থাকতে পারে যেটা হয়তো সময়ের প্রয়োজনে উত্তর দেওয়া যায়। তবে নিজ থেকে এমন কিছু জানানোর প্রয়োজন নেই যেটা আসলে খুব বেশি দরকার নেই। এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দও করি না। এমনকি প্রশ্রয়ও দিই না।