এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপ্সিতা শবনম শ্রাবন্তী দীর্ঘদিন নাটক, সিনেমায় কাজ করছেন না। তবে সোশ্যাল মিডিয়ায় সরব তিনি। ১৭ আগস্ট সংস্কার চেয়ে তিনি একটি পোস্ট করেছেন। লিখেছেন- ‘ওটিটি, আর্টিস্ট, এজেন্সি সিন্ডিকেট সংস্কার দরকার। আমার বিশ্বাস সবার জন্য ভালো হবে।’ চিত্রনায়ক সাইফ খান তার পোস্টে মন্তব্য করেছেন- ‘হবে না, এরা আরও শক্ত হবে এবার।’ উত্তরে শ্রাবন্তী লিখেছেন- ‘হবে না বলে কিছু নেই এই পৃথিবীতে। সব সম্ভব কিন্তু শুরুটা করতে হবে।’ শ্রাবন্তীর এ পোস্টে আরও মন্তব্য করেন নির্মাতা খিজির হায়াত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে সোচ্চার ছিলেন এ নির্মাতা। তিনি মন্তব্য করেন, ‘কিছছু হবে না, এরা এগুলা চায় না। যেই লাউ সেই কদুই থাকবে।’ ইপ্সিতা শবনম শ্রাবন্তী ১৪ বছর রুপালি পর্দা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। বেশকিছু বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় এসেছিলেন তিনি। করেছেন নাটকও। ‘রং নাম্বার’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। দুই কন্যাসন্তানকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন শ্রাবন্তী।