শোবিজের পরিচিত মুখ সালহা খানম নাদিয়া। নজরে পড়ার মতো প্রচারণা ছাড়াই শুধু অভিনয়গুণে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দর্শকমনে। হালকা-সরল গল্পে যেমন সাবলীল তিনি, আবার জটিল-নিরীক্ষাধর্মী কাজেও দেখিয়েছেন নৈপুণ্য। নাটকের পাশাপাশি ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন তিনি। তাঁর সঙ্গে সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে কথা বলেছেন- পান্থ আফজাল
অনেক দিন পর ওটিটি প্ল্যাটফরমে আপনাকে দেখা গেল...
হুমম... এটি ভিকি জাহেদ পরিচালিত একটি থ্রিলার ভৌতিক চলচ্চিত্র। নাম ‘খোলা জানালা’। এটা আরও অনেক আগেই রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু দেশের পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি। পিছিয়েই যাচ্ছিল। তারপর এখন যখন দেশের অবস্থা কিছুটা স্থিতিশীল তখন সবারই মনে হলো যে, এখন রিলিজ দেওয়া যেতে পারে। অবশেষে রিলিজ হচ্ছে। ফারিণ, আমি ছাড়া আরও যারা এখানে অভিনয় করেছেন সবাই তাদের সেরাটা দিয়েছেন। আর ভিকি জাহেদ ভাইয়ার কাজ মানেই তো টুইস্ট অ্যান্ড টার্নিং।
নার্সের চরিত্র করেছেন, তাও আবার বোল্ড লুকে...
দুজন নার্সের গল্প। যে চরিত্রটা করেছি এরকম আগে কখনো করিনি। এখানে নার্স হচ্ছে একদমই বোল্ড অর্থাৎ হট নার্স বলতে পারেন। দর্শকরা আমাকে সবসময় বেশ পোলাইটভাবে দেখেছেন। এ রকম বোল্ডরূপে দেখেননি। আমার জন্য এটা বেশ চ্যালেঞ্জিং ছিল।
যেহেতু ভৌতিক গল্প, শুটিং করার সময় ভয় পেয়েছিলেন?
আসলে স্ক্রিপ্ট পড়ার পর থেকেই জানতাম যে, এতে ভৌতিক কিছু বিষয়ও থাকবে, কিন্তু যখন শুটিং করতে গেলাম সত্যি অনেক ভয় পেয়েছিলাম। অনেক ঝড়-বৃষ্টির মধ্যে শুটিং করেছিলাম। জানি যে শুটিং করেছি তবুও দৃশ্যগুলো করার সময় প্রচন্ড ভয় পাচ্ছিলাম, নার্ভাস ছিলাম ভীষণ।
ওটিটি নিয়ে অভিজ্ঞতা জানতে চাই।
এ প্ল্যাটফরমে কাজ করতে অনেক ভালো লাগে। সম্মাননা পাওয়া যায় খুব তাড়াতাড়ি। ওটিটিতে গতানুগতিক নাটক থেকে বাজেট বেশি থাকে, ভালো ভালো কনটেন্ট থাকে।
তাহলে পুরোদমে নাটক, ওয়েব ও চলচ্চিত্রে কাজ করবেন?
বিগত বছর যাবৎ যে কাজগুলো করছিলাম সেগুলোই করছি। এককসহ কিছু ধারাবাহিক করেছি। তবে এখন একটু বাছাইয়ের প্রক্রিয়া চলছে। স্রোতে গা ভাসিয়ে দেওয়ার চেয়ে অল্প কাজ করাই ভালো। আর আন্তর্জাতিকভাবে টিভি নাটকে দর্শক কম হয়। টিভিতে এখন মানুষ নাটক কম দেখে। বেশির ভাগ ইউটিউব বা ওটিটিতেই দেখে। টিভিতে কাজ করতেও আমার ভালো লাগে, কারণ টিভি নাটক দিয়েই আমি দর্শকপ্রিয়তা পাই। আমি কখনো নাটক ছাড়তে চাই না। এ কথাটা সবসময় হচ্ছে যে, নাটক করলে ওটিটি করা যাবে না বা ওটিটি করলে নাটক করা যাবে না। এটা ঠিক নয়। আমার মনে হয় প্রতিটি সেক্টরে একজন আর্টিস্টকে কাজ করা উচিত। একটা সেক্টরে কাজ করে আরেকটা সেক্টরকে হেয় করা মনে হয় না বুদ্ধিমানের কাজ।
অনেক দিন ধরে সিনেমার কাজে নেই, কেন?
বাংলাদেশে কেন আমাকে সিনেমাতে কাস্টিং করা হচ্ছে না তা আমি জানি না, তবে আমি কলকাতাতে একটি যৌথ প্রযোজনার সিনেমা করছি। শিবরাম শর্মা পরিচালিত ছবিটির নাম ‘সুনেত্রা সুন্দরম’। আমার মনে হয়, এটা আমার আরেকটি কমার্শিয়াল মুভি হবে।