অভিনেত্রী-মডেল অর্চিতা স্পর্শিয়া। চলতি বছরের শুরুর দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের পর থেকেই কাজের ফাঁকে স্বামী সৈয়দ রিফাত নাওঈদ হোসেনের দেশ-বিদেশে ঘুরতে বের হন। গত মাসে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন। সেখান থেকে কিছু ছবি শেয়ার করে নিজের আনন্দটুকু ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু তার। মডেলিং ও টিভি বিজ্ঞাপনের পাশাপাশি তিনি নাটকে অভিনয় করেও বেশ সুনাম অর্জন করেছেন। ‘ইম্পসিবল ৫’ এ অভিনয় করে ২০১৩ সালে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। এ ছাড়া বিটিভিতে বিবিসি এর উজান গাঙ্গের নাইয়াতে অভিনয় করে তার কর্মজীবনে ভিন্ন মাত্রা যোগ করেন। স্পর্শিয়ার ‘প্যারাসুট’ তেলের ‘বন্ধু তিন দিন’র সেই বিজ্ঞাপনটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। এখন তিনি সিনেমাতে নিয়মিত। তার সিনেমার মধ্যে উল্লেখযোগ্য ‘বন্ধন’, ‘ইতি তোমারই ঢাকা’, ‘আবার বসন্ত’, ‘কাঠবিড়ালী’, ‘নবাব এলএলবি’, ‘ছক’ ফিরে দেখা প্রভৃতি।