ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়ায় খুব একটা কথা বলতে পছন্দ করেন না জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। কাজ আর ক্যারিয়ার নিয়ে কথা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এই অভিনেত্রী। সম্প্রতি তিনি হাজির হলেন নতুন আউটফিট ও লুকে। যেন ৪১ বছর বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন সব খানে। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। কভার মডেল হয়ে ফেসবুকে প্রকাশ করেছেন ফটোশুটের একাধিক ছবি। যেখানে সাদা গাউনে খোলামেলা রূপেই দেখা মিলেছে অভিনেত্রীর। হালকা গহনার সঙ্গে অভিনেত্রীর মেকআপ ভক্তদের হৃদয়েও যেন ঝড় তুলেছে। এটি ফ্যাশন ও মিডিয়া হাউস ‘গ্লামআর্ট’-এর জন্য একটি কাজ। পাবলিসার ও এডিটর মুহাম্মদ উজ্জ্বল মিয়া। যিনি ফিহা মাল্টিমিডিয়ার কর্ণধার। রুনা খান বলেন, ‘ফটোশুটের কনসেপ্টটি দারুণ ছিল। সবাই পছন্দ করেছেন। আমার কাছেও ভিন্নরকম লেগেছে। স্টাইলিং ও ফ্যাশন ডিরেকশনে ছিলেন ফয়সাল তুষার আর ফটোগ্রাফার ছিলেন সাকিব মুহতাসিম। আর আউটফিট ও এক্সেসরিজে ‘যাদুর বাক্স’। ফটোশুটের সঙ্গে একটি ভিডিও শুটও করা হয়েছে। ভালো ছিল সব মিলিয়ে।’ এদিকে জানা গেছে, জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’ সিনেমায় দেখা যাবে রুনা খানকে।