ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হায়দরাবাদের ‘পুষ্পা টু’ প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয় এবং আহত হন বেশ কয়েকজন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন। এ ঘটনায়ই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার হায়দরাবাদের চিক্কাদপল্লী থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, থিয়েটার কর্তৃপক্ষ, আল্লু অর্জুন ও তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। পরে সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা আইনে মামলা হয় অভিযুক্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার মামলার বিষয়ে প্রকাশ্যে আসতেই তেলাঙ্গানা হাই কোর্টের দ্বারস্থ হন আল্লু। মামলাটি তুলে নেওয়ার আবেদন জানান। যদিও আবেদনের ২৪ ঘণ্টা পেরোনোর আগেই তাঁকে শুক্রবার গ্রেপ্তার করা হয়।