বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে কান সৈকতে। এ উৎসব ১০ দিন ধরে চলবে। বহু ঘটন-অঘটনের সাক্ষী থাকবে এ কান। তেমন কিছু বিষয় নিয়ে আজকের শোবিজ প্রতিবেদন-
ডি নিরোকে ‘পাম দর’ তুলে দিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও
৭৮তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে ৮১ বছর বয়সী আমেরিকান অভিনেতা ও সিনেম্যাটিক কিংবদন্তি রবার্ট ডি নিরোকে আজীবন সম্মাননা হিসেবে সম্মানসূচক স্বর্ণপাম প্রদান করা হয়। তাঁর অভিনীত ও মার্টিন স্করসেসি পরিচালিত ‘ট্যাক্সি ড্রাইভার’ ১৯৭৬ সালে ২৯তম কান উৎসবে স্বর্ণপাম জিতে নেয়। নায়ককে সম্মান জানিয়ে সেই সাফল্যের ৫০ বছরপূর্তি উদযাপিত হয় এবারের আসরে। তবে বিশেষভাবে উল্লেখযোগ্য যে, কান উৎসবে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয় যখন ডি নিরোকে এ সম্মাননা তুলে দেন তাঁর বহুদিনের চেনা জুনিয়র বন্ধু ও সহঅভিনেতা ডিক্যাপ্রিও।
রেড কার্পেটে নিষিদ্ধ নগ্নতা
কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে কর্তৃপক্ষ রেড কার্পেটের জন্য নতুন ড্রেস কোড ঘোষণা করে। যেখানে সম্পূর্ণ নগ্নতা এবং বিশাল আকৃতির পোশাক নিষিদ্ধ করা হয়। উৎসবের আয়োজকরা জানান, রেড কার্পেট এবং উৎসবের অন্য যে কোনো স্থানে শালীনতার কারণে সম্পূর্ণ নগ্নতা নিষিদ্ধ। একই সঙ্গে বড় ট্রেনযুক্ত বা খুবই বিশাল পোশাক, যা চলাচলে বাধা সৃষ্টি করে বা থিয়েটারে বসার ক্ষেত্রে অসুবিধা তৈরি করে তাও অনুমোদিত নয়। এ নিয়ম না মানলে রেড কার্পেট অ্যাক্সেস বাতিল করা হবে।
আলিয়া-ঐশ্বরিয়ারা নেই
বিশ্বের স্বনামধন্য সব তারকার সমাগমও বাড়তে শুরু করেছে। উৎসবের প্রথমদিনই উর্বশী রাউতেলা উপস্থিত হন। তবে উর্বশীর সাজ দেখে প্রশংসার বদলে কটাক্ষই ধেয়ে আসে। ভক্তদের মধ্যে এখনো জল্পনা চলছে বলিউড থেকে আর কোন তারকা উপস্থিত হবেন কান উৎসবে। তবে হয়তো এবার আশাহত হতে হবে নেটিজেনদের। আলিয়া ভাট থেকে ঐশ্বরিয়া রাই বচ্চন, সবারই কান উৎসবে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। মূলত ভারত-পাকিস্তানের চলমান যুদ্ধ পরিস্থিতিই তারকাদের অনুপস্থিতির মূল কারণ।