পারিবারিক রোমান্টিক গল্পের কমেডি ধাঁচের নাটক ‘বর কনে পলাতক’। রচনা ও পরিচালনায় অপি আশরাফ। নাটকটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, যিনি ওপার বাংলার ‘কলকাতা ডায়েরিজ’ সিনেমাতে শ্রীলেখা মিত্র ও দর্শনা বণিকের বিপরীতে অভিনয় করেছিলেন। আর এ নাটকের মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে র্যাম্প মডেল জেরিন রহমানের। সিফাত বলেন, ‘নাটকটির গল্প আবর্তিত হয়েছে বাড়ি থেকে বর ও বউ পালানোকে কেন্দ্র করে। আশা করছি, একটি পরিপূর্ণ বিনোদন পাবেন।’ নাটকটি আজ রিলিজ হবে রেড চিলি এন্টারটেইনমেন্ট চ্যানেলে।