গাজী মাজহারুল আনোয়ার, একাধারে একজন সফল গীতিকার, কাহিনিকার, চিত্রনাট্যকার ও চিত্রপরিচালক। ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর জন্মস্থান কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর এ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিরতরে চলে যান না ফেরার দেশে। এ গুণী মানুষটির কথা তুলে ধরেছেন- পান্থ আফজাল
গান রচনার সূচনা : ২০ হাজার গানের রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার ১৯৬৪ সালে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। পাশাপাশি ওই বছরই বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন। প্রথম চলচ্চিত্রের জন্য গান লেখেন ১৯৬৭ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘আয়না ও অবশিষ্ট’ ছবিতে। অবশ্য ১৯৬২-৬৩ সালে যখন তিনি মেডিকেল কলেজে পড়েন। সে সময় লিখেছিলেন তাঁর প্রথম গান। সেই গানের কথা ছিল এমন- ‘বুঝেছি মনের বনে রং লেগেছে’, যার সুর করেছিলেন নাজমুল হুদা বাচ্চু ও শিল্পী ছিলেন ফরিদা ইয়াসমিন। ১৯৬৪ সালে রেডিও পাকিস্তানে গান লিখে ৫০ টাকা আয়ের মাধ্যমে তাঁর পেশাদার গীতিকার জীবন শুরু। আর ১৯৬৭ সালে যুক্ত হন চলচ্চিত্রের সঙ্গে। সুভাষ দত্তের ‘আয়না ও অবশিষ্ট’ ছবিতে ‘আকাশের হাতে আছে একরাশ নীল’ গানটি দিয়ে চলচ্চিত্রের গান লেখা শুরু গাজী মাজহারুল আনোয়ারের।
বিবিসির জরিপে সেরা তিন গান তাঁর : বিবিসি বাংলা জরিপকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকায় স্থান করে নিয়েছে গাজী মাজহারুল আনোয়ারের লেখা তিনটি গান। এগুলো হলো- ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’ এবং ‘একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়’। অন্যদিকে, জাপান-বাংলাদেশ জরিপে সেরা ২০ গানের মধ্যে প্রথম ৮টিও তাঁর রচিত।
সেরা যত গান : জয় বাংলা বাংলার জয়, একতারা তুই দেশের কথা বলরে এবার বল, একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয়, জন্ম আমার ধন্য হলো, গানেরই খাতায় স্বরলিপি লিখে, আকাশের হাতে আছে একরাশ নীল, যার ছায়া পড়েছে মনেরও আয়নাতে, শুধু গান গেয়ে পরিচয়, ও পাখি তোর যন্ত্রণা, ইশারায় শিস দিয়ে, চোখের নজর এমনি কইরা, এই মন তোমাকে দিলাম- প্রভৃতি।
যত সম্মাননা : গাজী মাজহারুল আনোয়ার ২০০২ সালে একুশে পদক লাভ করেন। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি স্বাধীন দেশের সর্বপ্রথম পুরস্কার বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড লাভ করেন। পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিকবার বাচসাস পুরস্কার, ২০২১ সালে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা তাঁকে আজীবন সম্মাননা প্রদান করে। বিজেএমই অ্যাওয়ার্ড, ডেইলি স্টার কর্তৃক লাইফ টাইম অ্যাওয়ার্ডসহ জাতীয় ও আন্তর্জাতিকভাবে তাঁর অর্জিত পুরস্কারের সংখ্যা ১১০।
নির্মিত উল্লেখযোগ্য ছবি : গাজী মাজহারুল আনোয়ারের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ছিল ‘দেশ চিত্রকথা’। গাজী মাজহারুল আনোয়ার প্রযোজিত ও পরিচালিত ছবিগুলোর মধ্যে অন্যতম সমাধি, শাস্তি, স্বাধীন, শর্ত, সমর, শ্রদ্ধা, সন্ধি, ক্ষুধা, স্নেহ, তপস্যা, উল্কা, আম্মা, পরাধীন, আর্তনাদ, পাষাণের প্রেম, জীবনের গল্প, এই যে দুনিয়া।