উপস্থাপিকা ও অভিনয়শিল্পী নওশীন নাহরিন মৌ প্রায় আড়াই বছর পর দেশে ফিরেছেন। ফিরেই তিনি এখন বেশ উচ্ছ্বসিত। অন্যরকম ব্যস্ত সময় কাটাচ্ছেন। কখনো সহশিল্পীদের বাসায় নিমন্ত্রণ খেতে যাচ্ছেন, কখনো স্কুলের বন্ধুদের বাসায় যাচ্ছেন, আবার কখনো আত্মীয়দের সঙ্গে দেখা করছেন। দীর্ঘদিন পর কাছের মানুষদের সঙ্গে দেখা করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত নওশীন। বলেন, ‘এখন মনে হচ্ছে আরও বেশি ছুটি নিয়ে এলে ভালো হতো। কিন্তু ওখানেও তো কাজ আছে।’ তিনি বলেন, ঢাকায় আসার পর দাওয়াতের ওপরই আছি। সহশিল্পীরা আমাকে খুব ভালোবাসেন। তারা আমাকে মনে রেখেছেন। স্কুলজীবনের বন্ধুদের সঙ্গে আড্ডার প্রসঙ্গে তিনি বলেন, ‘ওরাই তো সত্যিকারের বন্ধু। ওদের কথা ভুলে থাকা অসম্ভব। আড়াই বছর পর দেশে এসে বন্ধুদের সঙ্গে দেখা হওয়া মানে খুব মজা করা।’ চার মাসের ছুটিতে দেশে এসেছেন নওশীন। আমেরিকায় ফিরে যাবেন এ মাসেই। তবে যাওয়ার আগে নানা ও দাদার বাড়িতে যাবেন। তার নানার বাড়ি খুলনা ও দাদার বাড়ি যশোরে।