পুত্র ঈশানের জন্মের পর থেকে অভিনেত্রী নুসরাত জাহানের উৎসব অনেকটাই বদলে গেছে। ছেলে এখন পুজোর বিষয়টা বুঝতেও শিখেছে, ফলে ওকে এখন আরও বেশি সময় দিতে হয়। ‘চারুলতা’ সাজতে সাজতে জানালেন নায়িকা। কপালে লাল টিপ, বিনুনি ঝোলানো, লাল সুতির শাড়ির সঙ্গে মানানসই ক্রুশের কাজ করা পুরোনো কায়দায় তৈরি ব্লাউজ। দক্ষিণ কলকাতার একটি ক্যাফেতে ‘ফটোশুট’-এর মাঝে পুজোর পরিকল্পনা, ছেলের নানা বায়নার কাহিনি অনর্গল বলে চললেন অভিনেত্রী। রূপসজ্জার মাঝে, ফোনে ছেলেকে দেখে নিচ্ছিলেন। ছোট্ট ঈশান কী করছে, তা সারাক্ষণ মাথায় চলে মা নুসরাতের। নায়িকার মতে, ছেলে হওয়ার পর তিনি আদ্যোপান্ত বদলে গেছেন। অভিনেত্রী যোগ করলেন, গত বছর ঢাকের তালে নাচতে ওর (ঈশানের) ভালো লেগেছিল। উৎসবের সময় সারা শহর আলোয় সেজে ওঠে। সেই আলো দেখতে ভালোবাসে সে। তাই ঈশানের চোখ দিয়ে শহরের আলোকসজ্জাও এখন নতুন করে দেখছেন নায়িকা। নুসরাত বললেন, সন্তান হওয়ার পর বা নিজের সংসার হয়ে গেলে, অনেকেই নিজের কথা ভাবেন না। কিন্তু আমি সেই তালিকায় একেবারেই নেই।