ভালোবাসা কারে কয়
একুশে টেলিভিশনে প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক 'ভালোবাসা করে কয়'। মোবারক দুর্বারের রচনা এবং জাহাঙ্গীর আলম সুমনের পরিচালায় 'ভালোবাসা কারে কয়' ধারাবাহিক নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ড. ইনামুল হক, অপর্ণা, মীর সাবি্বর, হুমায়রা হিমু, আবিদ রেহান, শিরিন আলম, রমিজ রাজুসহ আরও অনেকে। নাটকটি একুশে টেলিভিশনে প্রতি মঙ্গল এবং বুধবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে।
কালার'
রায়হান খান এর রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক 'কালার'। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, তানিয়া আহমেদ, আরফান, রুমা, পিয়া, মিশু সাবি্বর, নাঈম, হাসীন, সামিহা, আ খ ম হাসান, ইমি, শায়না প্রমুখ। এই নাটকের অন্যতম আকর্ষন বর্তমান প্রজন্মের বাংলাদেশের সুপার মডেল রুমা, পিয়া ও ইমি একসঙ্গে এই ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। নটকটি এসএ টেলিভিশনে প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৮.৩০ মিনিটে প্রচার হয়।
'রাত বিরাতে'র পার্থ প্রতিম
ভিন্নধর্মী স্ট্রিট শো 'রাত বিরাতে'-র এবারের পর্বের অতিথি মাইমশিল্পী পার্থ প্রতিম মজুমদার। অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা,
জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। রাতের সৌন্দর্য উপভোগ করার
পাশাপাশি উপস্থাপকের সঙ্গে তার স্মৃতি
বিজড়িত স্থানে বেড়িয়েছেন এবং শুনিয়েছেন
বেশ কয়েকটি গান।
কবি আসাদ চৌধুরীর উপস্থাপনায় বাংলাভিশনে আজ রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে 'রাত বিরাতে'র এই পর্বটি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাওনাইন সৌরভ।
জিটিভির নতুন ধারাবাহিক নাটক 'লোটা কম্বল' প্রখ্যাত কথাসাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস 'লোটা কম্বল' অবলম্বনে জিটিভির প্রতিদিনের ধারাবাহিক নাটক 'লোটা কম্বল'। একটি সংসারের টানাপোড়ন, সুখ, দুঃখ, হাসি কান্না এবং সমাজের নানা অসঙ্গতি নিয়ে এ উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন সৈয়দ জিয়া উদ্দিন। আর পরিচালনা করেছেন গোলাম মুক্তাদির। দীর্ঘ এ ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, আহমেদ রুবেল, তমালিকা কর্মকার, নোভা, আরফান নিশো, এস এম মহসিন, সাহেদ আলী, জাহিদী হিমেল, খলিলুর রহমান কাদেরী, তানিয়া আমিন, হিন্দোর রায় এবং মিশু শিল্পী হুমাইরা হোসেন টুকটুকি। প্রতিদিনের এই ধারাবাহিক নাটকটি সপ্তাহের প্রতি শনিবার থেকে মঙ্গলবার রাত ৮টা ৪৫মিনিটে জিটিভিতে প্রচার হয়।
'অ'এর গল্প
ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে প্রচারিত হবে আজকের 'অ'এর গল্প। অপরাধ, অলৌকিক, অন্ধকার বিষয়ক এই ধারাবাহিক নাটকটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে। আমাদের চারপাশের অপরাধের বাস্তব ঘটনা নিয়ে এ ধারাবাহিকটি নির্মিত হচ্ছে। শামীম শাহেদ-এর উপস্থাপনায় 'অ-এর গল্প' ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন তানভীর হোসেন প্রবাল। আজকের পর্বে অভিনয় করেছেন রাসেল, সেঁওতি, কোয়েল প্রমুখ। নাটকটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে।
ফাগুনের মলাট
অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে দেশ টিভির প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান 'ফাগুনের মলাট'। ফাগুনের মলাটে বাংলা ভাষা, বাংলাভাষার লেখক এবং চিরায়ত বাংলা বইগুলো নতুন পাঠকদের সামনে উপস্থাপন করা হবে। যাতে নতুন বইয়ের পাশাপাশি মানসস্পন্ন বই সহজে খুঁজে পান অনুসন্ধানী পাঠক। শফিউল শাহিন-এর প্রযোজনায় এবং সামিয়া জামান মুন-এর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতিদিন সন্ধ্যা ৬টায়।
বসত বাটি
এটিএন বাংলায় আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'বসত বাটি'। ড. মাহফুজুর রহমান এর মূল ভাবনায় নাটকটি রচনা করেছেন রিজওয়ান খান। পরিচালনা করেছেন চন্দন চৌধুরী। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাবি্বর, নওশীন, হিল্লোল, শাহনূর, শর্মিলী আহমেদ, আমজাদ হোসেন, বাবুল আহমেদ, শিরিন বকুল, শিরিন আলম, আনজুম আরা বকুল, দিহান, নাজমুর হুদা বাচ্চু, সোহান খান, ওয়ালিউল হক রুমি, হুমায়ূন কাবেরী প্রমুখ। গ্রামের সহজ সরল যুবক জালাল জীবিকার তাগিদে রাজধানী ঢাকায় আসে। ঢাকায় এসেই সে নিজেকে পাল্টে ফেলে।
রঙের সংসার
মোহনা টিভিতে আজ রাত ৮.৩০ মিনিটে প্রচার হবে মেগা ধারাবাহিক নাটক 'রঙের সংসার'। নাটকটি রচনা করেছেন মুজতবা সউদ ও রোকেয়া ইসলাম। কাহিনী ও পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। নাটকটিতে অভিনয় করেছেন-এটিএম শামসুজ্জামান, শামস্ সুমন, শাহারিয়ার নাজিম জয়, হুমায়রা হিমু, ফারজানা ছবি, শাহনুর, সাবরিনা নিসা,আলভি জ্যোতিকা জ্যোতি, জিনিয়া, শিরিন শিলা, ,নওশিন,সীমানা, শাহেদ শরীফ খান আরও অনেকেই।
ভালোবাসার চতুষ্কোণ
এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'ভালোবাসার চতুষ্কোণ'। নাটকটি প্রতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার হচ্ছে। শিহাব শাহীনের মূল ভাবনায় নাটকটি যৌথভাবে লিখেছেন- শিহাব শাহীন,।
ধারাবাহিক 'নারী'
অসহায় রন্টি ছুটছে। মহা বিপদে পড়েছে সে। তার স্বামী আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। কারণটা সে জানে না। এই শহরে আজাদ ছাড়া রন্টির আর কেউ নেই। একা মেয়ে রন্টি এখন কি করবে? প্রতিবেশী অ্যাডভোকেট মমিন সাহেবের কাছে আইনি সহযোগিতার জন্য গেলে তিনি রন্টিকে নিয়ে এক প্রকার খেলায় মেতে ওঠেন। নানামুখী প্রতিকুলতার মধ্য দিয়ে নারীর এগিয়ে যাওয়ার গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক 'নারী'। মোস্তফা মননের রচনা ও পরিচালনায় নাটকটি আজ রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।