জ্যাকুলিন ফার্নান্দেজ যাবেনকে সরিয়ে উদ্যোক্তারা শাহরুখের 'টেম্পটেশন ট্যুর'-এর সফরসঙ্গী নির্বাচিত করলেন বিপাশা বসুকে। কিন্তু বাধ সাধল তার ভিসা। তাই আটকে গেল বিপাশার মালেশিয়া ভ্রমণ।
গল্পটা হলো শাহরুখের সঙ্গে মালেশিয়া যাওয়ার জন্য নিজেকে সব দিক থেকে প্রস্তুত ছিলেন বিপাশা। কিন্তু সময় মতো ভিসা জমা না দেওয়ায় বাতিল হয়ে গেল টেম্পটেশনে বিপাশার উপস্থিতি। উদ্যোক্তারা জানিয়েছেন, বিপাশা সঠিক কাগজ না দেওয়ার কারণেই এই ভিসা সমস্যা।