দীর্ঘদিন পর বড় পর্দায় এলেন রিয়াজ-পূর্ণিমা জুটি এবং সফল হলেন। গত শুক্রবার মুক্তি পেয়েছে এই জুটিকে নিয়ে দীর্ঘদিন আগে নির্মিত 'লোভে পাপ পাপে মৃত্যু' চলচ্চিত্রটি। এটি নির্মাণ করেছেন সোহানুর রহমান সোহান। নির্মাতা বলেন, এর গল্প, অভিনয়, গান সবই মানসম্মত। এ ছাড়া চলচ্চিত্রটির সাফল্য আবার প্রমাণ করেছে রিয়াজ-পূর্ণিমা জুটির দর্শকপ্রিয়তা এখনো অটুট রয়েছে। এই জুটি অভিনীত 'মনের মাঝে তুমি', 'হৃদয়ের কথা', 'আকাশছোঁয়া ভালোবাসা'সহ আরও কয়েকটি চলচ্চিত্র এখনো দর্শকমনে জ্বলজ্বল করছে। নির্মাতা, প্রেক্ষাগৃহ মালিক ও বুকিং এজেন্টদের দেওয়া তথ্য অনুযায়ী 'লোভে পাপ পাপে মৃত্যু'র ওপেনিং কলেকশন আশানুরূপ না হলেও শনিবার থেকে এই চিত্র পাল্টাতে থাকে। ছবিটির মুক্তি পাওয়া ৩০টি প্রেক্ষাগৃহই এখন হাউজফুল। নির্মাতা বলেন, এটি সম্ভব হয়েছে বাণী ও বিনোদনসমৃদ্ধ গল্প এবং রিয়াজ-পূর্ণিমার দর্শক ক্রেজের কারণে।